নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান এর কারামুক্তিতে মহানগর স্বৈচ্ছাসেবক দলে সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে ফুল বৃষ্টিদিয়ে নেতাকে বরণ করা হয়েছে।
রবিবার ( ১৩ এপ্রিল) সকালে ২নম্বর গেইট এলাকা থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কারাগার প্রধান ফটক থেকে নেতাকে বরণ করেন স্বেবেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।
মহানগর স্বৈচ্ছাসেবক দলে সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে এসময় মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর মহিলা দল সভাপতি দিলারা মাসুদ ময়না, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন আহম্মেদ, রাজু আহম্মেদ, রাজন, জনি দেওয়ান, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, সামছুর জ্জামান টনি,সাজু দেওয়ান, আব্দুলাহ আল মামুন, মোজাম্মেল সাগর, ফয়সাল আহম্মেদ, মো. মামুন, মো. সুক্কুর বেপারী,রায়হান লিখন, ১৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের নেতা হাবিব মাদবর, রকসি,কামাল, ১৭ ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা মো. রিয়র, মো. কামাল, ১৬ নং ওয়ার্ড নেতা মো. লিমন ১৪ নং নেতা মো. সুমন, রাকিব হাসান, রাসেল সহ স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ডের নেতৃবৃন্দরা।
জানা গেছে, চারটি হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলার অভিযুক্ত ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব-১১ এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি এবং মামলার অন্য অভিযুক্তরা খালাস পান। তবে এতোদিন তিনি কারাগারে ছিলেন।
জিয়াউর রহমান জিয়া বলেন, জাকির খানের মুক্তির খবরে তার অনুসারী ও নেতাকমীরা বিশাল মিছিল নিয়ে জেলা কারাগারের ফটকে জড় হন। ফুল ও মালা নিয়ে তাকে বরণ করে নেওয়া হয়েছে। এসময় নেতা কর্মী ছাড়াও সাধারণ মানুষের ঢল নামে জনপ্রিয় এ নেতাকে দেখার জন্য।