নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি গণমানুষের নেতা জাকির খান এর কারামুক্তিতে
দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির পক্ষ থেকে প্রিয় নেতাকে ফুলের শুভেচ্ছা ও দোয়া’র আয়োজন করেন ব্যবসায়ী নেতৃবৃন্দরা।
সোমবার(১৪ এপ্রিল) বাদ এশা পর শহরের দেওভোগ এলাকায় জাকির খানের বাড়িতে এ শুভেচ্ছা বিনিময় পর মিলাদ ও দোয়া পড়ানো হয়। পরে প্রিয় নেতাকে নিয়ে কেক কাটেন ব্যবসায়ীক নেতৃবৃন্দরা।
এসময় নারায়ণগঞ্জ দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির খান, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ এর নেতৃত্বে এ ফুলের শুভেচ্ছা ও কৌশল বিনিময় করা হয়।
দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলন, দীর্গদিন দেওভোগ মার্কেটে সভাপতি ছিলেন জাকির খান। সেই সময় মার্কেটের সুন্দর্য ছিল এবং ডিসিপ্লিনও ছিল ভালো। কিন্তু ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে এ মার্কেটটাকে কুক্ষিগত করে রেখেছিল। এবং কুক্ষিত একটা কমিটি ছিল। ব্যবসায়ীদের সম্মতি নিয়ে আমরা জাকির খান এর বড় ভাই কবির খানকে সভাপতি করে একটি কমিটি করি এবং ২ মাসের মধ্য আমরা সুন্দর পরিবেশ তৈয়রী করে দিয়েছি। যা ১৭ বছরেও তারা করতে পারে নাই। খান পরিবারের সম্মান অক্ষুন্ন রাখতে আমরা ব্যবসায়ী বৃন্দরা আগামী দিনে সমব সময় এ পরিবারের পাশে থাকব।সুধু নারায়ণগঞ্জই না মুন্সিগঞ্জেও জাকির খানের জন্য দোয়া পড়ানো হয়েছে। তার কারামুক্তিতে জেল খানায় অভিনন্দন জানাতে এসেছেন।
তিনি আরও বলেন, আপনারা জেল গেইটে দেখেছেন জাকির খানকে শুভেচ্ছা যানাতে কত মানুষ জড়ো হয়েছে। একজন এমপি মন্ত্রীর জন্যও এতো মানুষ একত্রিত হয়নাই যা দেশের মানুষও দেখেন নাই। জাকির খানের প্রতি নারায়ণগঞ্জের মানুষের ভালোবাসা আমরা সেই ভালোবাসা রক্ষায় আমাদের ত্যাগ তিতিক্ষা বিসর্জন দিব। কিছু কুচক্রি মহল আছে যারা জাকির খানের নামে মিথ্যা মামলা দিয়েছে। শহীদ জিয়ার আদর্শের সৈনিক ও আপামর সাধারণ জনগণ যারা তারা জাকির খানের মুক্তিতে সবাই খুশি হয়েছেন। কিন্তু খুনি হাসিনার ফ্যাসিস্ট সরকারের দালাল তারা দালালী করে মামলা দিয়ে বানিজ্য করে তাদেই কষ্টো। কারন জাকির খান বের হলে তারা মামলা বাজি করতে পারবেনা এ জন্যই তাদের এতো কষ্টো। আজকে ব্যবসায়ী বৃন্দরা জাকির খানকে দেখতে এসেছে সবার প্রতি রহিল অফুরন্ত ভালোভাসা।
দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির খান, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, সহ- সভাপতি কাদীর হাজী, হাজী মজিবর রহমান, হাজী আব্দুল আজিজ বেপারী,হাজী আবু সাঈদ, মো. তোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাজী রমজান মাদবর, হাজী সাইফুল ইসলাম, মাহাবুবুর রহমান, কাষাধক্ষ রাজিব, সদস্য মনিরুল ইসলাম, বাইজিদ, হাজী শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, মোশারফ হোসেন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
জাকির খান ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে
এসময় দোয়া পরিচালনা করেন হাজীপাড়া মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার মহতামিম ও কাশীপুর মাদ্রাসার সাইখুল হাদীস মুফতী রহমান কাসেমী।