আকিজ এসেনসিয়াল লিমিটেডের সিইও মোহাম্মদ মাহবুব আরসালান, আমাদের লক্ষ্যমাত্র অনুযায়ী বিগত এক বছরের মধ্যে আকিজ ফ্লাওয়ার ও ডাল মিলের উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৬শ টন অর্জিত হয়েছে। এছাড়া আকিজ এসেনসিয়ালের আটা, ময়দা, সুজি, লবণ, মসলা, লাচ্ছা সেমাই, বিভিন্ন ধরণের চাল সহ ২০-২২টি পণ্য রয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জে আকিজ এসেনসিয়াল লিমিটেডের কারখানায় দিনব্যাপী ‘পার্টনার্স মিট’ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০২০ সালে আকিজ এসেনসিয়ালের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের শিল্প জগতে মরহুম আকিজ উদ্দিন একজন আইকনিক ফিগার। ওনার সুযোগ্য সন্তান ও আকিজ রিসোর্সের এমডি ও সিইও শেখ জসিম উদ্দিন স্যার সহ আমাদের চেয়ারম্যান মেডামের নেতৃত্বে আকিজ রিসোর্সের অধীনে আকিজ এসেনসিয়াল এর যাত্রা ২০২০ সালে শুরু হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের লক্ষ্য সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা। নারায়ণগঞ্জে অবস্থিত আজিক ফ্লাওয়ার মিল ও ডাল মিল, রাজশাহীতে আজিক রাইস মিল সহ দেশের বিভিন্ন প্রান্তে আমাদের অসংখ্য কারখানা রয়েছে।
আড়াই শতাধিক পার্টনারদের নিয়ে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সারা দেশের প্রায় আড়াই শতাধিক পার্টনারদের নিয়ে আমরা মিলনমেলার আয়োজন করেছি। উন্নত মানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি তা সরেজমিনে দেখানোর জন্য আমাদের এই আয়োজন। উন্নত মানের পণ্য সরবরাহ করা হচ্ছে সেই আস্থা টুকু আমরা তাদেরকে দিতে চাই। এ সময় আমরা তাদের নানা পরামর্শ গ্রহণ করেছি।
আকিজের ডিলারদের পার্টনাস হিসেবে সম্মান দেখানোর বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ডিলারদের পার্টনার হিসেবে উল্লেখ করে তাদেরকে সম্মান দেখানো হয়েছে। এর ফলে তারা আরও অনুপ্রাণিত হয়ে আমাদের প্রতিষ্ঠানের উন্নতিতে জোড়ালো ভূমিকা রাখবে। আমাদের প্রতি তাদের আস্থার জায়গা আরও দৃঢ় হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন আকিজ এসেনসিয়াল লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এম এ মার্সেলার, চিফ বিজনেস ডেপোলাপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, ডেপুটি সিএফও কাজী মোক্তাকিন হোসেন, চিফ সাপ্লাই চেইন অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, হেড অফ প্রোডাকশন আরিফুল ইসলাম সহ প্রমুখ।
দিনব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজনের পাশাপাশি ডিলারদের প্রতিষ্ঠানের নানা দিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়। এ সময় পণ্য উৎপাদনের গুণগত মান সহ নানা দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়।