নারায়ণগঞ্জ জেলার আদালত পাড়ায় ৭টি থানার প্রায়ই ১৬লক্ষ টাকার জব্দকৃত বিভিন্ন মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত আলামত গুলো ছিলো- গাজাঁ, ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও ফেনসিডিল।
সোমবার (২১ এপ্রিল ) বিকেলে আদালত প্রাঙ্গণে এ মাদক দ্রব্য ধ্বংস করা হয়। সে সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী, মো. শহিদুল ইসলাম চৌধূরী ও নূর মহসীন।
এ বিষয়ে আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের কর্মকর্তা এস আই নির্মল কুমার দাস বলেন, নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ আদালতের ৩ জন ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জ এ ৭টি থানা এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিভি) ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ মোট ৫২ টি মামলার আলামত ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদক হলো
৫৬ কেজি ৫১৭ গ্রাম গাঁজা, ৬০৯ পুরিযা হেরোইন, ৩,৯৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গুড়া ইয়াবা ট্যাবলেট, ২৩ বোতল ফেনসিডিল। যা তিন জন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাদক ধ্বংসকরণ চুল্লীতে পোড়ানো হয়েছে। এসময় মাদক ধ্বংস কমিটিকে সার্বিক সহযোগিতা করেন নারাযনগঞ্জ সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর মোঃ কাইউম খান ও মালখানা অফিসার এসআই নির্মল কুমার দাস।