সরকার বিরোধী মিছিলের প্রস্তুতির সময় ফতুল্লা থানা যুবলীগের সাত কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১শে এপ্রিল) ভোর সাড়ে ৫ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় যুবলীগের মিছিলের প্রস্তুতি মুহুর্তে ৭ জনকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে ও স্বৈরশাসক শেখ হাসিনার প্রেরিত অডিও, ভিডিও বার্তা সফল করার লক্ষে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর নির্দেশে যুবলীগের নেতৃবৃন্দরা সরকার বিরোধী মিছিল থেকে সাত জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন যুবলীগ কর্মী জাফর, আবুল, রাসেল, উজ্জল, সোহাগ, তপন ও শাহ আলম। এছাড়া এরা সকলেই ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী ও যুবলীগের কর্মী বলে স্বীকারোক্তি দিয়েছেন, বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, গত ৫ই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে রয়েছে। তাদের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম সহ বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে উস্কানি দিয়ে যাচ্ছে। ইন্টেলিজেন্স গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে আমাদের কাছে তথ্য ছিল ভোর বেলায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য মিছিল বের করা হবে। এসময় মিছিল প্রস্তুতির সময় ৭ জন যুবলীগ কর্মীকে আটক করতে সক্ষম হই। তাদের জিজ্ঞাসাবাদে এ ঘটনা স্বীকার করেছে এবং তারা সকলেই মীর সোহেল আলীর আস্থাভাজন লোক। এছাড়াও তাদের কাছ থেকে অনেক তথ্য প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থাগ্রহণ করছি।