বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মহানগর ১৪নং ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দরা।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে নগরীর চাষাড়ার প্রেসক্লাবের বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন সাদিক বলেন, ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি জানাচ্ছি। সেইসাথে দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা না করলে নারায়ণগঞ্জ ব্যাপী তীব্র আন্দোলন করা হবে বলে জানান তিনি। এছাড়াও ভবিষ্যতে যেন এরকম ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সংশ্লিষ্ট সকলকে দৃষ্টি রাখতে বলেন।
এরআগে বিক্ষোভ মিছিলটি নাসিক ১৪নং ওয়ার্ড থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৪নং ওয়ার্ড ছাত্রদলের সদ্য সাবেক সফল সভাপতি আব্দুল্লাহ আল মামুন সাদিক’র নেতৃত্বে এসময় বিক্ষোভ ও মানববন্ধনকালে আরও উপস্থিত ছিলেন, মহানগর ১৪নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন, সদস্য জুবায়ের, হাসান, তারিফ, আক্তার, দেলোয়ার হোসেন ও হেলাল সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।