নারায়ণগঞ্জের ফতুল্লায় পাশাপাশি দুটি প্রতিষ্ঠানে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এই ঘটনা কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজার সংলগ্ন এলাকায় ঝুটের গোডাউন ও কাপড়ের ছাপা কারখানায় আগুন লাগে। আগুনে প্রতিষ্ঠান দুটির মালামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান দুটি হলো – ওই এলাকার হৃদয় আহমেদের ব্যক্তি মালিকানাধীন ঝুটের গোডাউন ও এমরান মিয়ার ব্যক্তি মালিকানাধীন গেঞ্জি কাপড়ের ছাপা কারখানা।
স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লায় রাত দেড়টায় হঠাৎ হৃদয় আহমেদের ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে আগুনের লেলিহান শিখা অনেক উপড়ে উঠে যায়। তখন আশপাশের বাড়ি ঘরের লোকজন চার পাশ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। এ সময় আগুনের তীব্রতা বেড়ে গিয়ে ঝুটের গোডাউনের পাশে এমরান মিয়ার গেঞ্জির ছাপা কারখানায় ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে ফোন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান বলা সম্ভব হবে।