বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে’র দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২০২৭ উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র জমা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে নগরীর টানবাজার এলাকায় সংগঠনের নিজ কার্যালয়ে তফসিল অনুযায়ী প্রার্থীরা এ মনোনয়নপত্র জমা দেন।
এসময় বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশন নির্বাচন (২০২৫- ২০২৭) এর প্রার্থী হবার জন্য মনোনয়নপত্র জমা প্রদানের নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ গ্রুপ থেকে ১৬ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ০৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন বোর্ডের দায়িত্বে রয়েছেন, শ্রী প্রবীর কুমার সাহা- চেয়ারম্যান, জনাব মোঃ হাবিব ইব্রাহিম- সদস্য এবং ব্যারিস্টার মেহেদী হাসান (ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ)- সদস্য। নির্বাচন আপিল বোর্ডের দায়িত্বে আছেন- আলহাজ্ব মুহাম্মদ আইউব- চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ নিছারউদ্দিন কামাল- সদস্য এবং জনাব মোঃ মকবুল হোসেন- সদস্য।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ২৪ মে, ২০২৫ তারিখে কার্যকরী পরিষদ নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হবে। সাধারণ গ্রুপ থেকে ৭২১ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ১৬২ জন ভোটার এ নির্বাচনে ভোট প্রদান করবেন ।