সম্পত্তির জন্য সোনারগাঁয়ে বৃদ্ধ বাবাকে মারধর করে জখম করার ঘটনায় ছেলে জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে ২৭ এপ্রিল দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় আব্দুর রহিমকে (৭০) তার নিজ বাড়ির সামনে দুই ছেলে ও মেয়ে বেধড়ক মারধর করেন। পরবর্তীতে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে সোনারগাঁ থানায় তিন সন্তান আর এক নাতির বিরুদ্ধে মামলা করেন।
বাবাকে মারধর করা সন্তানরা হলেন, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে পিটিয়ে আহত করার ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেন ওই বৃদ্ধ। সেই মামলার একজন আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করেছি। বাকিরা আত্মগোপনে। তাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বেশ কয়েকদিন যাবত বাবাকে তার সন্তানরা সম্পত্তি লিখে দিতে চাপ প্রয়োগ করে আসছিলেন। তবে তিনি তাতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে গতকাল ক্ষুব্ধ হয়ে তার ওপর আক্রমণ করেন সন্তানরা। তারা বৃদ্ধ বাবাকে বেধড়ক মারধর করেন। এসময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।