1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বন্দরে এলজিইডির কার্যালয়ে দুদকের হানা ভিক্টোরিয়া হাসপাতালে সাত দিনের মধ্যে আইসিইউ চালুর ঘোষণা ছাত্রসেনা নেতার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল সোনারগাঁয়ে ইউএন‘র উদ্যোগে ৩০টি স্কুলে ‘মিড ডে মিল’ চালু আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকদের সড়ক অবরোধ আমার দপ্তরে কোন অভিযোগ আসে নাই সিভিল সার্জন, রিসিভ কপি প্রমান দিলেন ভূক্তভূগী সাবেক আইনমন্ত্রী আনিসুলকে চড় থাপ্পড় মারলেন আইনজীবীরা মাদরাসা ছাত্র হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী ৪ দিনের রিমান্ডে ঝুঁকিপূর্ণ ভবনের অধিকাংশই সরকারি ভবন, রাজউক চেয়ারম্যানের দুঃখ প্রকাশ বন্দরে রনিকে কুপিয়ে হত্যার ঘটনায় সুমন গ্রেফতার

আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকদের সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় পাওয়ারলুম শ্রমিকরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত রামচন্দ্রী স্ট্যান্ড ও বিশনন্দী ফেরিঘাট সড়কে এই অবরোধ করা হয়। 

জানা গেছে, প্রথমে রামচন্দ্রী এলাকা থেকে গোপালদী বাজার পর্যন্ত সড়কে গাছের গুঁড়ি ও ইট ফেলে যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে বিক্ষোভকারীরা রামচন্দ্রী স্ট্যান্ড এলাকায় অবস্থান নিলে বিশনন্দী ফেরিঘাট সড়কেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে শত শত যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে।

আড়াইহাজার উপজেলার বিভিন্ন টেক্সটাইল মিলের প্রায় দুই হাজার শ্রমিক এই অবরোধে অংশ নেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন, সেনাবাহিনীর দল ও আড়াইহাজার থানার পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলে তারা অবরোধ তুলে নেন।

শ্রমিকদের চার দফা দাবির মধ্যে রয়েছে- গজপ্রতি এক টাকা মজুরি বৃদ্ধি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, স্বাস্থ্যসেবা প্রদান এবং দুই ঈদে বোনাস ও দুর্ঘটনায় আর্থিক সহায়তা।

আবুল খায়ের টেক্সটাইল মিলের শ্রমিক কবির হোসেন বলেন, “এই দাবিগুলো আমাদের দীর্ঘদিনের। মালিকরা চাইলে সহজেই তা বাস্তবায়ন করতে পারেন।”
শ্রমিক নাহিদ বলেন, “ঈদ বোনাস চাইলে আমরা অন্যায় কিছু চাই না। অন্য কারখানার শ্রমিকরা পান, আমরা কেন পাব না”।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফ উদ্দিন বলেন, ‘মালিকদের সঙ্গে আলোচনা করে দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL