নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক যুবক হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষণার সময়ে আসামিরা অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারের সেন্দি এলাকার রুস্তম আলীর ছেলে শামীম (৩০) ও তার ভাই হাবিবুল্লাহ (৩৪)। নিহত স্বপন আড়াইহাজারের কাহেন্দি এলাকার মৃত রহম আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাউয়ুম খান বলেন, ২০১৯ সালের হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা ওই ভুক্তভোগীর প্রতিবেশী ছিলেন। তাদের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে। রায় ঘোষণার সময়ে আসামিরা অনুপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩০ মে আড়াইহাজার উপজেলার কাহেন্দী এলাকায় গরিবুল্লাহ মাজারের পাশে গাছতালায় বসা ছিল স্বপন। তখন সিএনজি যোগে আসামিরা সেখানে উপস্থিত হয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বোন জাহানারা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় বিচারকার্য শেষে আদালত এই রায় দেন।