মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা বলেছেন, একবার একটি মিছিল নিয়ে বন্দর শহীদ মিনারে এসেছিলাম। এরপর আওয়ামী লীগের লোকজন টানা তিনদিন বিক্ষোভ সমাবেশ করেছিলেন এখানে। আজকে আমরা ঠিকই আছি কিন্তু তারা কই? যারা বিএনপির রাজনীতি করছেন তারা শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেন। মাত্র ৪৫ মিনিট সময় দেয়া হয়েছিলো ওনাকে তার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অতএব তার থেকে বিএনপি নেতারা শিক্ষা নেন যাতে করে এমন করে পালিয়ে যেতে না হয়।
বৃহস্পতিবার ১মে সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে আবুল কাউসার আশার নেতৃত্বে মহানগর বিএনপির ব্যানারে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বন্দরের নবীগঞ্জ কবিলের মোড় থেকে মিছিলটি শুরু করে বন্দর বাজার হয়ে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়।
আবুল কাউসার আশা আরো বলেন, যারা শ্রমিক তাদেরকে সম্মান দিতে হবে। কারণ আমাদের প্রত্যেকের বাবাই একজন শ্রমিক। একজন বাবা শ্রম বিক্রি করেই পরিবার সন্তানকে লালন পালন করেন। শ্রমিকরা আছে বলেই শিল্প আছে, শ্রমিকরা আছে বলেই দেশের অর্থনীতির চাকা সচল আছে। তাই শ্রমিকেরা বাচলেই মালিকদের শিল্প বাচবে, শ্রমিক বাচলেই দেশের অর্থনীতি বাচবে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, মহানগর বিএনপির সাবেক কোষাধক্ষ্য ও শ্রমিক ইউনিয়ন ভারপ্রাপ্ত আব্হায়ক সুজন মাহমুদ, সদস্য সচিব তাজুল ইসলাম শামীম, আমিনুল ইসলাম মিঠু, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব পাপ্পু আহম্মেদ প্রমুখ।