‘সকল শ্রমিকের ন্যায্য প্রাপ্যতা, সম্মান এবং অধিকার নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গিকার’ এমন স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদল রেজিঃ বি ১৯৪৭ এর শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) বিকালে নারায়ণগঞ্জ চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদল রেজিঃ বি ১৯৪৭ এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদল সভাপতি মোঃ ইসমাঈল হোসেন কাউসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, প্রধান বক্তা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদল কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লুৎফুন নাহার লতা।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি মাসুকুল ইসলাম রাজিব বলেন, আমরা বিশ্বাস করি শ্রমিজের পরিশ্রমের জন্যই বাংলাদেশের এগিয়ে যাচ্ছে। এ শ্রমিকদের জন্য বিশ্বে আত্মসম্মান ও পরিচিত লাভ করেছে দেশ ও জাতি এবং আপনাদের (শ্রমিকদের) জন্যই এদেশ মাথা উচু করে দাঁড়াবে। এদেশের ৭০ শতাংশ আয়ের উৎস আপনারা। ২০২৪ইং সালে এসে হাজার হাজার ছাত্র-জনতার আত্মহুতি দিতে হয়েছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্যেও শ্রমিকদের অধীকারের কথা উল্লেখ করেছেন। এক শ্রেনীর কিছু অসাধু নেতারা শ্রমিকদের মধ্যে অস্থিতিশীলতা তৈরী করে তুলেছে। আমাদের নেতা বলেছেন সবার আগে দেশ।
তিনি আরোও বলেন, বিগত সরকার রাষ্ট্রকে ব্যবহার করে মানুষের ভোটাধীকার হরণ করেছে। বিএনপি সরকার গঠন হলে দেশের সবচাইতে উন্নত জেলা হিসেবে গঠিত হবে নারায়ণগঞ্জ। গণতন্ত্র অধীকার রক্ষায় যদি আমাদের বিরুদ্বে ব্যবস্থা নিতে চান তাহলে তা আমরা মেনে নিব। যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিবাদ হবে। আজকে দেখা যাচ্ছে বিএনপিকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নাই। কোথাও অন্যায় হলে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের। আমার নেতার স্পষ্ট কথা যদি বিএনপির নাম ব্যবহার করে কোন নেতা কর্মী অন্যায় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।
ভিপি মাসুকুল ইসলাম রাজিব আরোও বলেন, এরাষ্ট্র শুধু বিএনপির নয়, আপনার আমার সকলের। কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বিশ্বের কাছে রাষ্ট্রকে যেভাবে উপস্থাপন করেছেন তা নেতিবাচক। তিনি সম্মানিত ব্যক্তি তার প্রতি দেশের মানুষের বিশ্বাস ও আস্থা বেশি। এদেশ দীর্ঘ ১৭ বছর স্বৈরশাসক চলেছে এবং তার শেষ পরিনতি কি হয় তার নজিরও আমরা দেখেছি। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এ সরকারকে বিপদগামী করার অপচেষ্টা করছে। বংলায় রাখাইনদের জন্য একটি নিরাপদ করিডোর দেওয়ার কথা হচ্ছে। করিডোর দেওয়াটা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি কিনা সেদিকে বিবেচনা করা দরকার। কারন মিয়ানমার যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। ইতিমধ্যে বাংলাদোশে ১০ লাখ রোহিঙ্গা বোঝা হয়ে দাঁড়িয়েছে, তারমধ্যে নতুন করে আরো একলাখের উপর রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে। যদি মানবিক চিন্তা করতেই হয় তাহলে সকল রাজনৈতিক দলের সাথে বসে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে।
ফতুল্লা থানা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, সহ-অর্থ সম্পাদক আব্দুল আল মামুন, জেলা প্রজন্মদল’র সলিমুল্লাহ করিম সেলিম, সাবেক ছাত্রদল নেতা খায়রুল কবির মুন্না, জাকির খান মুক্তি পরিষদের সভাপতি দাদা সেলিম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি এজাজ মাহমুদ চৌধূরী, ফতুল্লা থানা বিএনপি নেতা আল আমীন, জেলা গার্মেন্টস শ্রমিকদলের মহিলা সম্পাদক পান্না প্রমুখ।