নারায়ণগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিস সংলগ্নে বাইতুল আযীম জামে মসজিদ এলাকা মাদক স্পট গড়ে উঠেছে। প্রশাসন নিরব ভূমিকায় অহর রহর চলছে মাদক বিক্রি। অতিষ্ঠ হচ্ছেন মসজিতের মুসল্লিরা। মুসল্লীদের মাদক বিরোধী মানববন্ধন কালে ধরা পড়েন একজন মাদক বিক্রেতা।
শুক্রবার ( ২ মে) সাব রেজিষ্ট্রি অফিস সংলগ্নে বাইতুল আযীম জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লীদের মাদক বিরোধী মানববন্ধন চলা কালে একজন মাদক বিক্রেতাকে মাদক সহ আটক করেন।
মাদক বিক্রেতাদের অতিষ্ট হয়ে মানববন্ধনের পথ বেছেনেন স্থানীয় মুসল্লিগণ। মানববন্ধনে মুসল্লিরা বলেন,
মাদকের ভয়াল থাবায় পৃষ্ঠ তরুন সমাজ। আমাদের আশে পাশে ঘটে যাওয়া ঘৃণ্য সব অপকর্মের মূলে রয়েছে মাদক। নারায়ণগঞ্জ ক্যাব্রিয়ান স্কুলের বিপরীতে জেলা প্রশাসনের নাকের ডগায় মাদকের এই আঁকড়া। সন্ধ্যা হতে না হতেই চুরি, ছিনতাই যেন নিত্যদিনের ঘটনা। সাব রেজিস্ট্রি ভবন, জেলা পরিষদ, পুলিশ সুপারের কার্যালয়, নারায়ণগঞ্জ জেলা আদালত, জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সব সরকারি ভবনের পাশেই চলছে মাদকের রমরমা ব্যবসা। এই এলাকার আশেপাশে বেশকিছু স্কুল, মাদ্রাসা রয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনিক কোনো প্রতিরোধ না থাকায় কিশোরেরা সহজেই জড়িয়ে যাচ্ছে মাদকের সঙ্গে। এখানে প্রকাশ্যে মাদক সেবন ও বেচা-কেনা হয় বলে মাদ্রাসার শিক্ষার্থী ও মুসল্লীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে না। আমরা এই অবস্থান থেকে নিষ্কৃতি পেতে প্রশাসনের সাহায্য চাই।মাদকের এই ব্যবসায় বন্ধ করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল
প্রধান শিক্ষক মোঃআনোয়ার হোসেন, ইমাম ও খতিব বাইতুল আজীম জামে মসজিদ হযরত মাওঃ নাজমুল ইসলাম, বাইতুল আজীম জামে মসজিদ সেক্রেটারি মোঃ মোশারফ হোসেন সহ বাইতুল আযীম জামে মসজিদের মুসল্লীগণ উপস্থিত ছিলেন।