তিনি আরও বলেন, সেতুর প্রকল্প প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলমান থাকলেও সেতুর ব্যবহারকারী নাগরিকদের সঙ্গে প্রকল্প নিয়ে মতবিনিময় বা তাঁদের অভিমত জানার জন্য কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এ প্রকল্পে যথাযথ সমীক্ষার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। তাই যথাযথ সমীক্ষার মাধ্যমে এই ত্রুটি সমাধান করে গুরুত্বপূর্ণ এই সেতুর শহর প্রান্তের সংযোগ সড়কের প্রবেশমুখ পুনর্নির্ধারণের দাবি জানান তিনি। অপরিকল্পিত উন্নয়ন জনদুর্ভোগ বৃদ্ধি করা ছাড়া কোনো সুফল বয়ে আনবে না। যেনতেনভাবে প্রকল্প সম্পন্ন করে নারায়ণগঞ্জের মানুষের দুর্ভোগ আরও বৃদ্ধির উদ্যোগ নেওয়া হলে নারায়ণগঞ্জবাসী তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপ জেলার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, খেলাঘর আসরের জেলা কমিটির কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রথীন চক্রবর্তী, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সভাপতি জাহিদুল হক সহ প্রমুখ।