নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে অভিযান পরিচালনা করে দালালচক্রের দুই জনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার খানপুর এলাকার মোকসেদ আলীর ছেলে মো. মঞ্জু (৫৫), ও ফতুল্লা মডেল থানার গলাচিপা কলেজ রোড এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মো. মাসুদ হাওলাদার (৪২)। তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতাল এলাকায় দালাল ও অবৈধ মধ্যস্থতাকারীদের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকলেও দুই ব্যক্তি সরকারি আদেশ অমান্য করে সেখানে দালালির সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাদের হাতেনাতে আটক করা হয়। বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিচারকার্য পরিচালনা করে মোবাইল কোর্ট ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জনসাধারণকে প্রতারণা থেকে রক্ষা করতে এবং হাসপাতাল ব্যবস্থাপনাকে স্বচ্ছ রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।