1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
শনিবার, ০৩ মে ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, স্মার্টকার্ড চালু হবে : খাদ্য উপদেষ্টা খানপুর হাসপাতালে দুই দালালকে কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত কদম রসুল সেতুর প্রবেশমুখ পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন নিরাপদ সড়ক ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইবার ইউজার দলের মানববন্ধন কমিটি বানিজ্যের অভিযোগে হোতা শাহিন ও আলমকে বহিষ্কারের দাবীতেমানববন্ধন শেখ হাসিনা যেখানেই সমস্যা দেখেছে সেখানেই গুম করেছে : জোসেফ মুসল্লীদের মাদক বিরোধী মানববন্ধন কালে ধরা পড়েন এক মাদক বিক্রেতা করিডোর দেওয়াটা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি কিনা সেদিকে বিবেচনা করতে হবে- রাজিব দেশের জনগণের দক্ষতা ও যোগ্যতা দিয়ে আমরা বিশ্ব নেতৃত্ব দেব : ডিসি পুড়ে যাওয়া পাসপোর্ট অফিস চালু হচ্ছে ১০ মাস পর

কদম রসুল সেতুর প্রবেশমুখ পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিতব্য কদম রসুল সেতুর নগর প্রান্তের সংযোগ সড়কের প্রবেশমুখ পরিবর্তন করে নতুন নকশা প্রণয়নের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন।
শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দরা এই দাবি করেন।
লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, শীতলক্ষ্যা নদীর পূর্ব ও পশ্চিম পাড়কে সংযুক্ত করতে ২০১৭ সালে কদম রসুল সেতু একনেকে অনুমোদন হয়। সেতুর প্রকল্প নকশায় শহর প্রান্তে পশ্চিমাংশে প্রবেশমুখ ব্যস্ততম নবাব সিরাজউদ্দৌলা সড়কের ফলপট্টি এলাকায় নারায়ণগঞ্জ কলেজের সামনে এসে নেমেছে। এটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের মানুষের যানজটে ভয়াবহ দুর্ভোগের কারণ হবে। এমনিতেই এই সড়কের ১ নম্বর রেলগেট থেকে পুরো সড়কে সব সময় অস্বাভাবিক যানজট থাকে। এই সড়কের পাশে নারায়ণগঞ্জ হাইস্কুল, নারায়ণগঞ্জ কলেজ, পাইকারি কাঁচা বাজার দ্বিগুবাবুর বাজার রয়েছে। এ ছাড়া রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন, লঞ্চ টার্মিনাল, কেন্দ্রীয় বাস টার্মিনালসহ প্রতিদিন লক্ষাধিক লোকের আনাগোনা রয়েছে। এখানে সেতুর প্রবেশমুখ যুক্ত হলে বড় ধরনের সংকট তৈরি হবে এবং পুরো এলাকাটি যানজটে ব্যবহারের অনুপযোগী হয়ে উঠবে।

 

 

 

 

তিনি আরও বলেন, সেতুর প্রকল্প প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলমান থাকলেও সেতুর ব্যবহারকারী নাগরিকদের সঙ্গে প্রকল্প নিয়ে মতবিনিময় বা তাঁদের অভিমত জানার জন্য কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এ প্রকল্পে যথাযথ সমীক্ষার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। তাই যথাযথ সমীক্ষার মাধ্যমে এই ত্রুটি সমাধান করে গুরুত্বপূর্ণ এই সেতুর শহর প্রান্তের সংযোগ সড়কের প্রবেশমুখ পুনর্নির্ধারণের দাবি জানান তিনি। অপরিকল্পিত উন্নয়ন জনদুর্ভোগ বৃদ্ধি করা ছাড়া কোনো সুফল বয়ে আনবে না। যেনতেনভাবে প্রকল্প সম্পন্ন করে নারায়ণগঞ্জের মানুষের দুর্ভোগ আরও বৃদ্ধির উদ্যোগ নেওয়া হলে নারায়ণগঞ্জবাসী তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন।

 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপ জেলার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, খেলাঘর আসরের জেলা কমিটির কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রথীন চক্রবর্তী, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সভাপতি জাহিদুল হক সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL