নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও হমানগর বিএনপি গণমানুষের নেতা সদ্য কারামুক্ত
জাকির খান’কে ১৮ নং ওয়ার্ড শহীদনগর এলাকাবাসির পক্ষ থেকে প্রিয় নেতাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
রবিবার (৪ মে ) রাত্রে শহীদনগর থেকে দেওভোগ এলাকায় জাকির খানের বাড়িতে এ শুভেচ্ছা বিনিময় করেন।
এতে শহীদনগর যুব সমাজ ও ছাত্র সমাজের আরাফাত খাঁন এর নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় আরাফাত খাঁন জানান, আমরা ১৮ নং ওয়ার্ড ও শহীদনগরবাসি সম্মিত ভাবে বিএনপি নেতা জাকির খানের পাশে থাকব। শহীদনগর সুধু বিএনপির ঘাটি নয় জাকির খানেরও ঘাটি। বিগত দিনে আমাদের শহীদনগরে স্বৈরশাসকে অত্যাচার বেড়ে গিয়েছিল। মানুষকে ভয়-ভীতি দেখিয়ে অনেক অপকর্ম করেছে তারা। তাই দিন বদলের পালাতে গণমানুষের নেতা জাকির খানকে শহীদনগরের মানুষ তাকে পাশে চায়।
শুভেচ্ছা বিনিময় সময় আরাফাত খাঁনের নেতৃত্বে উপস্থিত ছিলেন বন্ধু মহল সায়েম,রাকিব, মেরাজ, আল- আমিন, শান্ত প্রমুখ।