বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়।
সোমবার (৫ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চুনকা পাঠাগার সংগলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারাপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি বলেন, সামনে নির্বাচন আসন্ন। সকলের আশীর্বাদে জাকির খান জেল থেকে বের হয়ে এসেছে। এ জেলার পাঁচটি আসন ফের বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার মত সক্ষমতা একমাত্র জাকির খানের রয়েছে। তিনি অবশ্যই পাঁচটি আসন উপহার দেবে।
তিনি আরও বলেন, পূর্ব আকাশে আমি একটা আলোর ঝলকানি দেখতে পাচ্ছি। ২০০১ সালের আগে জাকির খানকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জেল থেকে বের করে নিয়ে এসছিলেন। ২০০১ সালে তিনি জাকির খানকে দায়িত্ব দিয়েছিলেন, নারায়ণগঞ্জের পাঁচটি আসনের প্রচার কার্য সম্পাদন করার। সেই নির্বাচনের পাঁচটি আসন বেগম জিয়াকে উপহার দিয়েছিলেন জাকির খান।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির নেতা মিলন মেহেদী, নিহত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ভাই রিয়াজুদ্দিন মনির ও নাসিম আহমেদ রিন্টু, মহানগর বিএনপি সাবেক কোষাধক্ষ্য সুজন মাহমুদ, শ্রমিক ইউনিয়ন সদস্য সচিব তাজুল ইসলাম শামীম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, পারভেজ মল্লিক, সলিমুুল্লাহ করিম সেলিম, মো. নূর হানিফ সহ প্রমুখ।