বুধবার (৭ মে) সকালে হাসপাতালে চার বেডের স্পেশাল কেয়ার ইউনিটের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা সবার সুস্থতা কামনা করি। কিন্তু বাস্তব জীবনে আমাদের প্রত্যেককেই কোনো না কোনো কারণে হাসপাতালে যেতে হয়।সেই দিক বিবেচনা করে এই হাসপাতালগুলোকে কীভাবে আরও জনবান্ধব করা যায়। মানুষ যেন যথাযথ সেবা পায়, সে লক্ষ্যে আমরা ডাক্তার ও সিভিল সার্জনকে নিয়ে একটি কার্যক্রম গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম যেন সুস্থভাবে এ পৃথিবীতে আসতে পারে, সে জন্য নবজাতকদের জন্য একটি স্পেশাল কেয়ার ইউনিটের কথা বলেছিলাম গত সপ্তাহে। আমরা সাত দিনের মধ্যে চেষ্টা করে সেই নবজাতক স্পেশাল কেয়ার ইউনিটটি চালু করেছি। এখানে চারটি বেড থাকবে।
তিনি বলেন, আমরা সবাই সুস্থ বাচ্চা প্রত্যাশা করি। কিন্তু আমাদের দূষণ, খাদ্যাভাস, সার্বিক পরিবেশ সহ বিভিন্ন কারণে আমাদের নবজাতকদের নানা জটিলতা ও সমস্যা তৈরি হয়। এসব সমস্যা সমাধান করার লক্ষ্যে আমাদের এই স্টেশাল কেয়ার ইউনিট চালু করা হয়েছে। তাছাড়া আমাদের যেসব মায়েরা সরকারি হাসপাতালে আসেন, তাদের অনেকের পক্ষেই প্রাইভেট হাসপাতালের খরচ বহন করা সম্ভব হয় না। তাদের মুখে হাসি ফোটাতে এই স্পেশাল কেয়ার ইউনিট চালু করেছি। তবে এই সেবাটি আর কোন সরকারি হাসপাতালে নেই।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, এই হাসপাতালে শিশুদের জন্য দ্রুততম সময়ের মধ্যে স্পেশাল কেয়ার ইউনিট চালু করতে পেরে খুব আনন্দিত। এতে অনেকে উপকৃত হবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. জহিরুল ইসলাম সহ প্রমুখ।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আগামী ৭ দিনের মধ্যে নবজাতকদের জন্য আইসিইউ চালু করার ঘোষণা দেন জেলা প্রশাসক।