নারায়ণগঞ্জের বন্দরে মো. রনি মোল্লা হত্যার ঘটনায় পলাতক আসামি মাহবুব (৩৭) কে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৭টায় ফতুল্লা থানার আলিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এই মামলায় আরও দুই এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করেছিল র্যাব।
গ্রেফতারকৃত মাহবুব বন্দরের সেনপাড়া এলাকার হবি মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল বিকেলে বন্দরের সেনপাড়া এলাকার তিন রাস্তার মোড়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদে রনি মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রায় ৩০ মাস আগে মসজিদের বাথরুমের তালা ভাঙাকে কেন্দ্র করে নিহত রনি মোল্লার সঙ্গে আসামিদের বিরোধ শুরু হয়।
ঘটনার দিন বিকেলে রনি শ্বশুরবাড়ি যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে। এরপর নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
এই হত্যাকাণ্ডটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিহত রনির স্ত্রী সিমু আক্তার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারের পর তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।