নারায়ণগঞ্জ কবির নামক এক রোহিঙ্গা চাঁদাবাজকে আটক করলেন জেলা প্রশাসন।
বুধবার ( ৭ মে ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ শহরে যানজট নিরসন সংক্রান্ত বিশেষ আইন শৃঙ্খলা সভায় তাকে আটক করা হয়।
যানজট নিরসন সংক্রান্ত বিশেষ আইন শৃঙ্খলা উন্নয়ন বিষয়ে আলোচনা সভায় এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ।
সভা চলাকালীন ব্যাটারি চালিত অটো রিক্সা নামধারী নেতা পরিচয়ে কবির নামক এ ব্যাক্তি বলেন, জেলা প্রশাসকের কাছে ব্যাটারি চালিত অটো রিক্সা বৈধতার জন্য বহুবার আবেদন করেছি কিন্তু কোন সুরাহ পাচ্ছি না। আমিও জুলাি আগস্টে গুলি খেয়েছি! কত হাজার দরখাস্ত দিলে আপনাদের অবগতি হবে! এমন হয়ে দাঁড়িয়েছে যেমন আমরা রোহিঙ্গা। সভাস্থলে অশোভনীয় কথাবার্তা বলেন এবং অনেকেই এব্যাক্তির কথায় প্রতিবাদ করায় ফেসে যান অটোরর চাঁদাবার কবির।
এসময় জেলা পুলিশ সুপারকে অপর এক ব্যক্তি বলেন, এব্যাক্তি সাইনবোর্ড এলাকায় নিরিহ অটো চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে থাকেন এবং অটো গাড়ির বৈধভাবে কাগজ পত্র করে দেওয়ার নাম করে অনেকর কাছ থেকে মোটা অংঙ্কের টাকা হাতিয়ে নেয়। এমন প্রতিবাদে জেলা জেলার সুযোগ্য পুলিশ সুপার তাৎক্ষণিক নাটকের নির্দেশ দেন কবির’কে।
এসময় সভাস্থলে থাকা অনেকেই বলেন, নারায়ণগঞ্জ বাসির মাঝে যানজটে পরে দিন পারকরতে হয় ঠিক তেমনই চলাকালীন ব্যাটারি চালিত অটো রিক্সা জন্য জনগণের মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে। অটো চালকেরা কোন নিয়ম নিতী কিছুই মানেনা। পুরো সড়কে এলোপাতাড়িতে আড়াআড়ি ভাবে অটো রেখে যানজট সৃষ্টি করে তা দৃশ্যমান। আমরা শহরে প্রধান প্রধান সড়কে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধ্যের আহ্বান জানাই।