শহীদ জিয়া স্মৃতি ফুটবল প্রাইজ মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেলে মাসদাইর পতেঙ্গামোড় সংলগ্ন এলাকায় যুবশক্তি সামাজিক সংগঠনের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান রনি’র সার্বিক পরিচালনায় এবং যুবশক্তি সামাজিক সংগঠনের সভাপতি মেহেদী হাসান রাব্বীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছর স্বৈরাচারী সরকার ক্রীড়াঙ্গনে যেভাবে দলীয়করণ করেছে, দেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ করেছে যদি আগামীতে জনগণ আমাদের ভোট দেয়, যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসি তাহলে ক্রীড়াঙ্গন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কখনোই দলীয়করণ করবোনা। কারন আমরা বিশ্বাস করি খেলাধুলা এমন একটি জায়গা যেখানে দলমত নির্বিশেষে যারা মাঠের ক্রিড়া সংগঠক, যারা মাঠের খেলোয়াড় তাদের নিয়ে আমরা দেশের ক্রিড়াঙ্গনকে ঢেলে সাজাবো।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে ঐ স্বৈরাচারী সরকার দেশের মানুষের উপর, আমাদের উপর যে জুলুম নির্যাতন করেছে এবং গত জুলাই আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে সেই ফ্যাসিষ্ট হাসিনা সহ তার দোসরদের বিচার এই বাংলার মাটিতে আমরা করবো। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারকে আমরা পুরোপুরি সহযোগিতা করছি। কিন্তু একটি গোষ্ঠী ক্ষমতার মোহে পড়ে গেছে। তারা সংস্কারের নামে, বিচারের নামে, বিভিন্ন অযুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে সরকারী প্রতিষ্ঠানগুলো জিম্মি করে রেখেছিলো ঠিক সেভাবে ক্রিড়াঙ্গনে রাজনীতি ঢুকিয়ে দিয়েছিলো। ক্রিড়াঙ্গনে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো বহাল তবিয়তে রয়েছে। অতিসত্বর এসব বিষয়গুলো আমরা পর্যালোচনা করে ক্রিড়াঙ্গনকে নতুন করে সাজাবো।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ সবুজ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট স্বপন। রানার্স আপ হয়েছে রুবেল ফাইটার্স এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রুবেল এন্টারপ্রাইজ।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, প্রগতি সংঘের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, এনায়েতনগর ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার রোজিনা আক্তার ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।