নারায়ণগঞ্জের ফতুল্লায় সোলেমান হোসেন (৩৫) নামে এক যুবককে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে বিএনপি দলের নেতাকর্মীরা। এই ঘটনার সিসি টিভি ফুটেজের ভিডিও ভাইরাল হয়েছে। এতে হামলার শিকার সোলেমানের স্ত্রী ইতি আক্তার দাবি করেন, ‘দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে পরিকল্পিতভাবে তার স্বামীকে মসজিদের সামনে থেকে তুলে নিয়ে মারধর করে বিএনপি নেতারা। এ ঘটনায় বিএনপি নেতাদের বিচার দাবি করেন তিনি।
হামলার শিকার সোলেমান হোসেনের স্ত্রী ইতি আক্তার বলেন, ফতুল্লার শ্রমিক দল নেতা বাদল প্রধানের নেতৃত্বে তার লোকজন আমার স্বামীকে মারধর করে থানায় নিয়ে গেছে। আমার স্বামী কোন অপরাধ করে থাকলে পুলিশ প্রশাসন তার বিচার করবে। কোন চাঁদাবাজ ও শ্রমিক দল নেতা কেন তাকে মারধর করবে ও ধরে নিয়ে যাবে? এই ঘটনায় সুষ্টু বিচার আমি চাই। ঘটনাটির সিসি টিভি ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত রয়েছে।
তিনি আরও বলেন, চাঁদাবাজ ও শ্রমিক দল নেতা বাদল প্রধান আমার স্বামীর কাছ থেকে প্রায় সময় চাঁদা দাবি করতো। চাঁদা না দিলে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। সেই ক্ষোভ থেকে সম্প্রতি মসজিদের বাইরে থেকে আমার স্বামীকে জোরপূর্বক ধরে নিয়ে যায় ও মারধর করে। এ সময় তার প্যান্টের পকেটে থাকা সাড়ে ১৫ হাজার টাকা ও মানি ব্যাগে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে কয়েক দফা তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। কিন্তু তার বিরুদ্ধে যদি কোন মামলা থাকে তাহলে প্রশাসনের লোক তাকে গ্রেফতার করবে। কিন্তু চাঁদাবাজরা কেন তাকে ধরে নিয়ে যাবে ও মারধর করবে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?
তিনি আরও বলেন, এই চাঁদাবাজরদের কারণে আমাদের বাড়িতে ভাড়াটিয়া থাকতে পারছে না। এলাকার মানুষজন স্বস্তিতে বসবাস করতে পারছে না। এসব ঘটনার কেউ প্রতিবাদ করলে তাকে হামলা ও মিথ্যা মামলার শিকার হতে হয়। কেউ তাদের বিরুদ্ধে ভয়ে কোন কথা বলতে পারছে না। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এর আগে, শুক্রবার (৯ মে) দুপুরে ফতুল্লার কুতুবআইন বটতলার একটি মসজিদের সামনে থেকে সোলেমান হোসেন (৩৫) নামে এক যুবককে তুলে নিয়ে মারধর করার সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মারধরের শিকার সোলেমান হোসেন ওই এলাকার এনায়েত হোসেনের ছেলে ও হোসাইন টেক্সটাইল মিলের ম্যানেজার। অভিযুক্ত বাদল প্রধান ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি।
ভাইরাল হওয়া সিসি ফুটেজে দেখা যায়, শুক্রবার ওই এলাকার হোসাইন টেক্সটাইল মিলের পাশে একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন সোলেমান হোসেন। নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হলে তাকে ঘিরে ধরে শ্রমিক দল নেতা বাদল বাহিনীর ৫-৬ জন যুবক। এ সময় তাকে এলোপাথারি মারধর করে টেনে হেঁচড়ে বটতলা রেললাইনের দিকে নিয়ে যায় তারা। সেখানে ফের কয়েক দফা মারধর করে তাকে ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই পুরো ঘটনায় দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন শ্রমিক দল নেতা বাদল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দল নেতা বাদল ও তার সহযোগীরা বিভিন্ন সময় হোসাইন টেক্সটাইলের ম্যানেজার সোলেমানের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। পরে চাঁদার টাকা না পেয়ে তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এর ধারাবাহিকতায় তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে তারা।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ওই যুবক মব জাস্টিসের শিকার হয়েছেন। একদল যুবক তাকে ফতুল্লা থানায় সোপর্দ করেছে। ওর বিরুদ্ধে ফতুল্লা থানায় কোন ইলিগেশন নেই। ৫৪ ধারায় তাকে আদালতে পাঠানো হয়েছে।