1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন ঘেরাও করে অটোচালকদের হামলা, আহত ১০

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৮ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে হামলা চালিয়েছেন অটোরিকশা চালকরা। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে।
সোমবার (১২ মে) বিকেলে শহরের নগর ভবন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় এক ঘণ্টা নগর ভবন অবরুদ্ধ করে রাখে হামলাকারীরা।
হামলায় আহতরা হলেন- সিটি করপোরেশনের সুপারভাইজার সম্রাট ইসলাম, যানজট নিরসন কর্মী শাওন, লিটন, পলাশ, সিয়াম, শিমলা সহ ১০ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরে অটোরিকশা প্রবেশের দাবি জানিয়ে আন্দোলন করছিল অটোরিকশা চালকরা। আন্দোলনের এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে তারা। এ সময় তারা বেশ কয়েকজন শিক্ষার্থী ও সিটি করপোরেশনের স্টাফ ও কর্মচারীদের মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শহরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নীরব রায়হান বলেন, সিটি করপোরেশনের অধীনে আমাদের কিছু শিক্ষার্থী যানজট নিরসনে সড়কে কাজ করে আসছে। এদিকে অটোরিকশা চালকদের শহরে প্রবেশে নিষেধ করা হলে তারা আজ অবস্থান কর্মসূচি পালন করে। এর ধারাবাহিকতায় ওরা সিটি করপোরেশনের স্টাফ ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে গুরুতর সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় ওরা সন্ত্রাসী স্টাইলে বাধা দেয়। 
 
ব্যাটারিচালিত অটোরিকশা চালক রহিম মিয়া বলেন, শহরের কোন কোন এলাকায় অটোরিকশা ঢুকতে পারবে তা নিয়ে আমরা সিটি করপোরেশনের গেইটে আন্দোলন করেছি। তাছাড়া সিটি করপোরেশনের কর্মী চাঁদাবাজ সম্রাট অটোরিকশা থেকে বিভিন্ন অংশের চাঁদা হাতিয়ে নিচ্ছে। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে তাকে সে মারধর করে। একারণে আমরা আন্দোলন করে আমাদের দাবি জানিয়েছি। তবে আমরা কোন হামলা করিনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ওরা সন্ত্রাসী কায়দায় দেশিয় অস্ত্র নিয়ে আমাদের কর্মকর্তা-কর্মচারী সহ শিক্ষার্থী প্রতিনিধিদের উপর হামলা চালিয়েছে। এতে অনেকে গুরতর আহত হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সিটি করপোরেশন এলাকায় অবৈধ অটোরিকশা প্রবেশে জরিমানা করা হয়। এ নিয়ে ক্ষোভে অবৈধ গাড়ির চালকরা হামলা করে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। এই ঘটনায় মামলা হবে। 
প্রসঙ্গত, কিছুদিন পূর্বে শহরে যানজট নিরসনের লক্ষ্যে মূল শহরে অবৈধ অটোরিকশা চলাচলে বিধি নিষেধ আরোপ করে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। শহরের প্রবেশ পথগুলোতে অনুমোদনহীন অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর প্রতিক্রিয়ায় অটোরিকশা চালকরা আজ হামলা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL