নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি গণমানুষের নেতা সদ্য কারামুক্ত
জাকির খান’কে ১৫নং ওয়ার্ড নতুন জিমখানা ও কুতুব আইল এলাকাবাসির পক্ষ থেকে প্রিয় নেতাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (১২ মে ) দুপুরে দেওভোগ এলাকায় জাকির খানের বাড়িতে এ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় পাশে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব তাজুল ইসলাম শামীমকে ফুলেল মালা পড়িয়েদেন জাকির খান।
এতে ১৫নং ওয়ার্ড যুবদল নেতা ও নিতাইগঞ্জ শ্রমিক ইউনিয়নর সদস্য মো. রায়হান এর নেতৃত্বে এ ফুলের শুভেচ্ছা জানান ১৫নং ওয়ার্ড নতুন জিমখানা ও নিতাইগঞ্জ শ্রমিক ইউনিয়ন এবং ফতুল্লা কুতুব আইল এলাকার যুব সমাজের জাকির খান ভক্তবৃন্দরা।
এসময় রায়হান জানান, আমরা ১৫ নং ওয়ার্ড ও
ফতুল্লা কুতুব আইল যুব সমাজ সম্মিলিত ভাবে বিএনপি নেতা জাকির খানের পাশে থাকব। এবং যুব সমাজ সহ নিতাইগঞ্জে শ্রমিক বৃন্দরা সকলেই জাকির খানের পাশে থাকব। বিগত সময় আমাদের নিতাইগঞ্জে স্বৈরশাসকের অত্যাচার বেড়ে গিয়েছিল। মানুষকে ভয়-ভীতি দেখিয়ে অনেক অপকর্ম করেছে তারা। তাই দিন বদলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গণমানুষের নেতা জাকির খানের হাতকে শক্তিশালী করার লক্ষে আমরা ঐক্যবদ্ধ আছি থাকবো।
শুভেচ্ছা বিনিময় সময় রায়হান এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, জীবন, রাশেদ, তানভীর, পারভেজ, সোহেল, ইমরান, আলিফ, নাজমুল, অভয়, মাহি প্রমুখ।