1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
বুধবার, ১৪ মে ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
আইভীকে গ্রেফতারে বাধা দেওয়ায় ২৫২জনকে আসামি করে মামলা, গ্রেফতার ৩ আজাদ রিফাত ক্রিকেট ফেস্টিভাল এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁও আ.লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম গ্রেপ্তার হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন ঘেরাও করে অটোচালকদের হামলা, আহত ১০ রূপগঞ্জে অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানা বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ২ লাখ টাকা জরিমানা যুব সমাজ ও রায়হানের পক্ষ থেকে জাকির খানকে শুভেচ্ছা নৌপথে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স জারি করেছি: নৌ পুলিশ নাঃগঞ্জ বিএনপির সদস্য খন্দকার মোশারফের সাথে জাকির খানের সাক্ষাৎ

আইভীকে গ্রেফতারে বাধা দেওয়ায় ২৫২জনকে আসামি করে মামলা, গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ০ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে বাধা, পুলিশের ওপর হামলা সহ পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় মামলায় হয়েছে। মামলায় ৫২ জন নামীয় সহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। 
সোমবার (১২ মে) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে বিষয়টি মঙ্গলবার বিকেলে ঘটনাটি প্রকাশ পেয়েছে।  
 
গ্রেফতার আসামিরা হলেন- শহরের শহীদনগর ১ নম্বর গলির মো. হানিফের ছেলে মোহাম্মদ জিসান (২৮), কাশেমের ছেলে হানিফ (৪০) ও আব্দুল হাইয়ের ছেলে শওকত মিথুন (৪৩)। তারা সবাই মামলার এজাহারনামীয় আসামি।
 
এর আগে, সোমবার রাতে এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. রিপন মৃধা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৫২ জনের নামসহ অজ্ঞাত আরও ১৫০- ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার পরে রাতে অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, এ ঘটনায় ৫২ জনের নামসহ অজ্ঞাত আরও ১৫০- ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। এই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৮মে) রাত ১১টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করেন। এসময় আইভীর গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দারা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে আসলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আইভীর বাড়ির দিকে যাওয়ার দুইটি রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভীর সমর্থকরা। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সকলকে আইভীর বাড়ির দিকে রওয়ানা দেয়ার আহ্বান জানান তারা। শুক্রবার ভোরে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে পথিমধ্যে তাকে বহনকারী গাড়ি বহরে হামলা করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সিদ্ধিরগঞ্জের পোশাকশ্রমিক মিনারুল ইসলাম হত্যার ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে সোমবার তার জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে দেয়। সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যাসহ ৫টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL