আজাদ রিফাত আজাদ রিফাত ক্রিকেট ফেস্টিভাল ফেস্টিভাল সিজন -১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে নারায়ণগঞ্জ পৌর ওসমান স্টেডিয়ামে আজাদ রিফাত গ্রুপের আয়োজনে এ ক্রিকেট ফেস্টিভাল সিজন-১ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রথমবারের মতো আয়োজিত এ ক্রিকেট ফ্যাস্টিবাল চারটি দল অংশ নিয়েছে। দলগুলো হচ্ছে, আজাদ-রিফাত ফাইবার্স, আজাদ নীট কম্পোজিট, আজাদ ফিসারিজ ও সুইট নেশন্স।
ফাইনাল খেলায় আজাদ রিফাত ফাইবার দলকে পরাজিত করে আজাদ নিট কম্পোজিট প্রাইভেট লিমিটেড চ্যাম্পিয়ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, আজাদ রিফাত গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজেট এমডি তাইজুল ইসলাম রাজিব, ফখরুল ইসলাম রাহাত, মাহমুদুল ইসলাম রিফাত ও তারিকুল ইসলাম সহ প্রমুখ।
শতব্যস্ততার মাঝেও খেলাধূলার চর্চায় আজাদ রিফাত গ্রুপ এর কোম্পানির সকল কর্মকর্তাদের নিয়ে এ খেলার আসর আয়োজন করলেন আজাদ রিফাত গ্রুপ।