আদালত প্রতিবেদক: নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশিক মিয়া নামক এক ব্যাক্তি হত্যার ঘটনায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বিজ্ঞ আদালত।
বুধবার( ১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মো: আব্দুল্লাহ আল মাসুম এর আদালত রিমান্ড শুনানি শেষে ককটেল বিস্ফোরণ, পিস্তল, রাইফেল, বিভিন্ন অস্ত্র-শস্ত্র ও হত্যার দায়ে অভিযুক্ত অপরাধী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নামের এক আসামীকে ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আদালত জিআরপি পুলিশ সূত্রে জানাযায়, মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে আসামীকে ৭ দিনের নোনারগাঁ থানার পুলিশ রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। পরে ম্যাজিস্ট্রেট মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত হাজতী আসামী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে ৩ দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন।
হত্যাসহ ককটেল বিস্ফোরণ, পিস্তল, রাইফেল, বিভিন্ন অস্ত্র-শস্ত্র ও হত্যার দায়ে পিরোজপুর হাফেজ আবুল খায়ের এর ছেলে সোনারগাঁও আ.লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম (৪৬)।
সোমবার (১২ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদুর রহমান পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ঘনিষ্ঠজন বলে জানা গেছে।
শর্টগান, ককটেল লাঠি সোঠা, ইট-পাটকেল, রামদা ইত্যাদিতে সজ্জিত হইয়া এজাহার নামীয় আসামী শেখ হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী) সহ অন্যান্য আসামীদের নির্দেশে উপরোক্ত আসামী সহ এজাহার নামীয় আসামী এবং অজ্ঞাতনামা প্রায় ২০০/৩০০ জন দুষ্কৃতিকারীরা সোনারগাঁও থানাধীন কাঁচপুর ঢাকা-সিলেট মহসড়কের উত্তর পার্শ্বে সিনহা মিলস এর অপর পার্শ্বে কলাপট্টি ওভার ব্রীজের নিচে রাস্তায় অবস্থানরত ছাত্র-জনতার উপর আক্রমন করে। আসামীরা যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করিয়া ভাংচুর করে, অগ্নিসংযোগ করে, ইট পাটকেল নিক্ষেপ করিয়া এলোপাথারী রামদা দিয়া আঘাত করে এবং ককটেল বিস্ফোরন ঘটায়। আসামীরা আগেয়াস্ত্র দ্বারা গুলি করে। সংঘর্ষে একপর্যায়ে মোঃ আশিক মিয়া (২০) সহ ১৫/২০ জন গুলিবিদ্ধ হইয়া আহত অবস্থায় লুটাইয়া পড়েন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বাদিনীর পুত্রকে উদ্ধার করিয়া নিকটবর্তী বারাকাহ হাসপাতালে নিয়া যান। পরবর্তীতে তাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।