প্রধান অতিথির বক্তব্যে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, “একটা পণ্য নিতে চাইলে একটা করেই নিবেন, আমরা দিতে বাধ্য, কোন অভিযোগ থাকলে আমাদেরকে জানাবেন, আমরা কোম্পানির সাথে কথা বলবো। তবে, কিছু পণ্যের পরিমান কম থাকতে পারে।
বৃহস্পতিবার (১৫মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জে টিসিবির ডিলারদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ট্রাক সেল ন্যায্য মূল্য বলে দাবি করে তিনি বলেন, বাজারে সরবরাহ বাড়ানো আমাদের লক্ষ্য, সাধারণ ভোক্তাদের ভর্তুকি মূল্যে বিক্রি নয়, এটা একটি সেবামূলক কার্যক্রম করছি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আপনাদের অভিযোগ গুলো নিয়ে আমরা কথা বলব। এবং আপনারা যারা টিসিবির লাইসেন্স নিয়েছেন, আপনারা জনগণকে সেবা প্রদান করবেন। সেটা যদি না দেন আমরা ব্যবস্থা নিব। কম বা বেশি হলো এমন কোন অভিযোগ যেন জনগণ আমাদের না দেয়। সেদিকে লক্ষ্য রাখার কথা বলেন ডিলারদের।
এ সভায় ডিলাররা অভিযোগ করেন পাম তৈল ১৫০ টাকা করে ক্রয় করতে হয়, যদিও টিসিবি বলছে ১২৫ টাকায় দেয়। চিনি নিয়ে বলেন, ডালের মান নিয়ে অভিযোগ করেন তারা।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও টিসিবির ডিলাররা উপস্থিত ছিলেন। এর আগে টিসিবির গোডাউন পরিদর্শন করেন টিসিবির চেয়ারম্যান।