বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, রূপগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অপর একজনকে বেখসুর খালাস প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে। আসামিরা সবাই নিহত ব্যবসায়ীর প্রতিবেশী।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২০ আগস্ট রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় ইমন এন্টারপ্রাইজ নামের একটি রাইস মিলের মালিক ও চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লালকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ নয় জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। এ মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় দিয়েছেন।