বেপারী বাড়ী একতা সংসদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ই মার্চ) বিকেলে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের মধ্যপাড়া বেপারীবাড়ী এলাকায় রোকন উদ্দিন স্মৃতি শিক্ষা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বেপারী বাড়ী একতা সংসদের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা।
শিক্ষার্থীদের তিনি বলেন, শিক্ষা হলো আলো, সেই আলো যদি তোমরা ছুঁতে পাড়, তাহলে অন্ধকার তোমাদের ছুঁতে পারবে না। সেই আলো ছোয়ার চেষ্টা করতে হবে। এবং আমারা সমাজে এমনভাবে চলাচল করব যেন সকলে আমাদেরকে ভালোবাসে এবং স্নেহ করে। আমরা যাতে আলোকিত হতে পাড়ি। এবং মোবাইল ও বাহিরে কাদের সাথে মিশছে সেদিকে লক্ষ রাখার আহ্বান করেন পরিবারদেরকে।
এভারগ্রীন কিন্ডার কেয়ার স্কুলের প্রধান শিক্ষক আজাহার উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের কনসালটেন্ট ডা. কামরুজ্জামান সুজন, কাশীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল কৃষ্ণ সাহা, বেপারী বাড়ী একতা সংসদের সভাপতি ইব্রাহিম বেপারী, দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসা কাশীপুরের সিনিয়র শিক্ষক মো. আবুল কাশেম, কিন্ডারগার্টেন ইউনিটি ফোরাম নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক আলহাজ্ব নূর আলম সিদ্দিকী, বেপারীবাড়ী একতা সংসদের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক সেলিম সারোয়ার ও বিশিষ্ট সমাজ সেবক খায়রুল বাশার ভুট্ট সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রোকন উদ্দিন স্মৃতি শিক্ষা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।