সম্প্রতি ফতুল্লা বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার ক্লিপ ‘ভয়েস অব নারায়ণঞ্জ ২৪ ডট কম অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। প্রকাশের কয়েকদিনের মধ্যে ক্লিপটি ৫ লাখের অধিক ভিউ হয়েছে। তবে ভাইরাল হওয়া ক্লিপটি একদল দুষ্কৃতিকারী ক্লেইম দিয়ে রিমোভ করেছে। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পোর্টাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
শনিবার (১৭ মে) সকালে ভয়েস অব নারায়ণগঞ্জের ফেসবুক পেজ থেকে ক্লিপটি রিমোভ করে ফেসবুক কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ১৩ মে ‘‘ফতুল্লায় গার্মেন্টস পুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন বিএনপির নেতা রিয়াদ চৌধুরী, অডিও ফাঁস’’ এই শিরোনামের একটি অডিও ক্লিপ ভয়েস অব নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। চাঞ্চল্যকর এই হুমকি দেওয়ার অডিও ক্লিপটি মুহুূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েকদিনের ব্যবধানে ৫ লাখের অধিক ভিউ হয়েছে। হাজার হাজার লাইক ও কমেন্ট সহ শেয়ার হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার (১৫ মে) সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে থাইল্যান্ডে যাওয়ার পথে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে ফতুল্লা থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। একইদিনে তার দলীয় সকল পদ থেকে বহিষ্কার করে বিএনপি দলটি।
এ বিষয়ে অনলাইন পোর্টাল ভয়েস অব নারায়ণগঞ্জ ২৪ ডক কমের সম্পাদক সেলিম আহমেদ ডালিম বলেন, ‘ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজটি করা হয়েছে। একদল দুষ্কৃতিকারী আমাদের পেজের অডিও ক্লিপটি ফেসবুকে রিপোর্ট দিয়ে রিমোভ করেছে। এর ফলে আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি। এই ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।