UGC অনুমোদিত নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রকল্পিত নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ই মে) বিকেলে নগরীর চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্রজনতা’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধন বক্তৃতারা বলেন, নারায়ণগঞ্জে ২০১৮ সালে প্রস্তাবিত তিনটি পাবলিক ইউনিভার্সিটি হওয়ার কথা ছিলো যেটা ২০২০ সালে অনুমোদন পায় এবং ২৩ সালে এটার বাজেট পাস করা হয়। বর্তমানে এ প্রকল্পগুলো স্থগিত করা রয়েছে। আমরা চাই এ প্রকল্পগুলোতে যাতে করে সরকার আবার হাত দেয়।
যেহেতু বর্তমানে বাজেট নিয়ে অনেক সমস্যা চলছে গভর্মেন্টে আমাদের রিজার্ভ সংকট। সেক্ষেত্রে শুধু স্থাপনা করার জন্য সরকার যেন একটা পদক্ষেপ নেয়, শুধু খুঁটি পুঁতে রাখুক তাহলেই চলবে। যখন আবার আমাদের রিজার্ভ আবার সম্মুখে আসবে এবং দেশের অবস্থা ভালো হবে তখন তারা আবার কাজ করুক।
আমাদের এবিষয়ে এমন কোন জোর দাবি নেই যে এখন এই মুহূর্তেই করতে হবে, আমরা সেই ধরনের কোন চাপ সৃষ্টি করছি না। কিন্তু নারায়ণগঞ্জবাসীর যে দাবি এবং প্রত্যাশা সেইটা যাতে করে কোনোভাবেই নষ্ট না হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সোশালিস্ট আলিফ দেওয়ান, বরিশাল ইউনিভার্সিটির মোহাম্মদ জিসান হোসেন, তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ের নিলয় খান ও সোহেল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।