নারায়ণগঞ্জ দেওভোেগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতি সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক কোষাধক্ষ্য সুজন মাহমুদ বক্তব্যে বলেন, আজকে নয়া মার্টি আছে বলে বিসিকে বড় বড় কারখানা হয়েছে। যদি এই নয়া মার্টি না থাকতো তা হলে এত বড় বড় কারখানা হতো না। আজকে নয়ামাটি থেকে নারায়ণগঞ্জ থেকে সাড়া বাংলাদেশ এবং এ নয়ামাটির জন্যই দেশ ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় এব্যবসা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা কিন্তু জানি চাঁদাবাজ, সন্ত্রাসী কার ছত্র-ছায়ায় চলে! তাদের কারা লালন পালন করেন! সময় থাকতে সাবধান হয়ে যান।
রবিবার ( ১৮ মে ) দুপুরে করিম মার্কেট সংলগ্নে
নারায়ণগঞ্জ নয়ামাটি এলাকার সকল ব্যবসায়ীদের নিরাপত্তায় সন্ত্রাস, চাদাঁবাজ ও ছিনতাইকারী, সন্ত্রাসীদের গ্রেফতার ও সুষ্ঠ্যভাবে ব্যবসা পরিচালনা করার নিশ্চয়তার দাবীতে নয়ামাটি হোসিয়ারী সার্কুলার নিট, ফ্লাট নিট, প্রিন্টিং ও সুতা ব্যবসায়ীদের উদ্যোগে আলোচনা ও প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ব্যবসায়ী নেতা সুজন মাহমুদ আরোও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আমরা চাঁদাবাজ – সন্ত্রাস নির্মূলে কাজ করব। আমরা গুটি কিছু মানুষকে চিনি জানি। এই নারায়ণগঞ্জে আপামর ব্যবসায়ীদের কারা ক্ষতি করছে। আমরা সকল ব্যবসায়ীর ঐক্যবদ্ধ থাকি চাঁদাবাজ, সন্ত্রাসী দূর হতে বেশি দিন লাগবেনা। দেওভোেগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির ব্যবসায়ীরা যখন কবির খানকে সভাপতি বানিয়েছে তখন থেকে যে মার্কেটে চাঁদাবাজ দখলবাজ ছিল যা ২০ বছরেও কেউ নির্মূল করতে পারেনাই সেই কাজ কবির খান করে দেখিয়েছে। নয়ামার্টি ব্যবসায়ী, বাগান ও বাড়ির মালিক রা ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের সহয়তা নেন। যদি প্রশাসন সন্ত্রাসীদের ব্যবস্থা নিতে ব্যার্থ হন কথা না শুনে তাহলে দেশের সকল ব্যবসায়ীরা সেই সব চাঁদাবাজ- সন্ত্রাসীদের এমন শিক্ষা দিবে জীবনেও সেই শিক্ষার অনুভূতি ভূলতে পারবেনা।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন সহ সভাপতি-
আব্দুস সবুর খাঁন সেন্টু সভাপতিত্বে ও পারভেজ মল্লিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন সভাপতি আলহাজ্ব মোঃ বদিউজ্জামান বদু ও বিশেষ দেওভোেগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতি সভাপতি কবির খাঁন। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেওভোেগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতি সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক কোষাধক্ষ্য সুজন মাহমুদ,হোসিয়ারী ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি দুলাল মল্লিক,শাহিন সরকার, ফতে রেজা মো. রিপন, স্বপন, মাসুদ রানা, শরিফ মোল্লা, তাপশ, মিরাজ মুন্সি, রিপন রবিন, সওকত,বিল্লাল প্রমুখ।