নারায়ণগঞ্জ নয়ামাটি এলাকার সকল ব্যবসায়ীদের নিরাপত্তায় সন্ত্রাস, চাদাঁবাজ ও ছিনতাইকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও সুষ্ঠ্যভাবে ব্যবসা পরিচালনা করার নিশ্চয়তার দাবীতে নয়ামাটি হোসিয়ারী সার্কুলার নিট, ফ্লাট নিট, প্রিন্টিং ও সুতা ব্যবসায়ীদের উদ্যোগে আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৮ মে ) দুপুরে করিম মার্কেট সংলগ্ন সড়ক নয়ামাটি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন সভাপতি আলহাজ্ব মোঃ বদিউজ্জামান বদু ও বিশেষ দেওভোেগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতি সভাপতি কবির খাঁন।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন সভাপতি আলহাজ্ব মোঃ বদিউজ্জামান বদু বলেন, এখানে একটি ছেলে নিহত হয়েছিল। আমি বলেছিলাম এ চাঁদাবাজ – সন্ত্রাসের বিরুদ্বে একটি মামলা করেন। কিন্তু আপনারা শুনেন নাই বলে আজ শাহ্ আলম ও সানির মত লোকেরা দুর্ধর্ষ হয়ে উঠেছে। শাহ আলম – সানির মত সন্ত্রাসীরা আওয়ামী লীগের সময় যা করেছে এখনও তাই করে ভেড়াচ্ছে।
আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরর যে ৩১ দফা এর মধ্যে চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধেও উল্লেখ্য করেছেন। আপনারা চাঁদা দিয়ে লোভ বাড়িয়ে দিয়েছেন। আমরা সত বারন করলেও কোন কর্ণপাত করেন না। আপনাদের জন্যই ব্যবসায়ীদের এ দুদর্শা। তাদের লাঠি দিয়ে মেরে ফেলেন! আধা মরা করে আমাদের খবর দিবেন। আজকে ছিনতাই কারি আহত হয়ে থানায় যায়। অথচ আমাদের লোক আহত হল সেই ফুটেজ নেই। আমাদের মধ্যে কেউ দুষ্কৃতিকারীরা রয়েছে। তাদের কে চিহ্নত করতে হবে। চাঁদাবাজ কোন দলের না। কারোর ভাই না। এদের বিরুদ্বে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে হাত পা ভেঙ্গে দেন। থানায় গেলে আগে বলে তদন্ত করতে হবে। আমাদের থানা যাওয়ার আর দরকার নাই বাঁশি ও লাঠির ব্যবস্থা করেন।
সভাপতির বক্তব্যে হোসিয়ারী এসোসিয়েশন সহ সভাপতি- আব্দুস সবুর খাঁন সেন্টু বলেন, ২০২৪শের ৫ আগস্ট থেকে এই এলাকায় চাঁদাবাজ – সন্ত্রাস বন্ধ হয় নাই। বন্ধ করার দায়-দায়িত্ব প্রশাসনের। আপনারা জানেন বাংলাদেশের চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসকের পতন ঘটিয়েছে। যারা সন্ত্রাস করে তাদের রাজনৈতিক কোন পরিচয় নাই। আপনাদের ভোটের মাধ্যমে হোসিয়ারি এসোসিয়েশনের আমরা নির্বাচিত হয়েছি। আমাদের ওয়াদা ছিল ব্যবসায়ী এলাকা নিরাপত্তা দেওয়া। এই দেশ থেকে সন্ত্রাস মুক্ত করতে হলে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা ওয়াদা করেছি হয় প্রশাসন নারায়ণগঞ্জে থাকবে নয় আমরা থাকবো।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন সহ সভাপতি-
আব্দুস সবুর খাঁন সেন্টু সভাপতিত্বে ও পারভেজ মল্লিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দেওভোেগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতি সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক কোষাধক্ষ্য সুজন মাহমুদ, হোসিয়ারী ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি দুলাল মল্লিক,শাহিন সরকার, ফতে রেজা মো. রিপন, স্বপন, মাসুদ রানা, শরিফ মোল্লা, তাপশ, মিরাজ মুন্সি, রিপন রবিন, সওকত,বিল্লাল প্রমুখ।