জুম্মন সোহেল: রাসেল গার্মেন্টস এর সকল শ্রমিকদের এক দফা দাবিতে গার্মেন্টস মালিক ও শ্রমিকদের সাথে যৌথ আলোচনায় দাবি পূরণ করলেন বিকেএমইএ সদ্য সফল সভাপতি মোঃ হাতেম।
সোমবার (১৯শে মে) বিকালে সদর থানা সংলগ্ন রাসেল গার্মেন্টস এর সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়।
আলোচনা শেষে শ্রমিকদের নিয়ে মিষ্টি মুখ করলেন বিকেএমইএ সভাপতি মোঃ হাতেম।
বিকেএমইএ নয়া সভাপতি মোঃ হাতেম বলেন, রাসেল গার্মেন্টস এর শ্রমিকদের কিছু দাবি ছিল সেই দাবি উপলক্ষে আমরা এখানে এসেছি এবং তাদের কিছু দাবি আইনের বাহিরে বা অতিরিক্ত ছিল সেগুলো আমরা শ্রমিকদের বুঝিয়েছি। শ্রমিকদের যে ভূলছিল তারা বুঝতে তা পেরেছে। আমরা মালিক শ্রমিকরা সবাই মিলেই কিন্তু এ সেক্টরটাকে দাড় করিয়েছি। আগামী দিনে শ্রমিকদের ন্যায্য দাবিতে বিকেএমইএ ও গার্মেন্টস মালিকরা সচেতন আছে এবং থাকবে। এছাড়া তাদের ন্যায্য দাবিগুলা আমরা যথা সময়ে পালন ও সহযোগীতা করে থাকি। ন্যায্য দাবি শ্রমিকরা পাবেনা এটা বিকেএমইএ বা বিজিএমইএ কখনই মানেনা।
তিনি আরোও বলেন, রাসেল গার্মেন্টস এর কর্তৃপক্ষ সকল সুযোগসুবিধা দিয়েছে এবং অতিরিক্ত সুবিধাও দিয়েছে যা আইনের বাহিরে। শ্রমিকরা কিছু অন্যায্য বা বেআইনি অতিরিক্ত দাবি করেছি যেটাকে আমরা মানতে পারিনা এবং তা সব জায়গাতেই সমস্যা করে। তারা তাদের ভূল বুঝতে পেরেছে এবং আগামীকাল থেকে পূনরায় কাজে মনোযোগী হবে। আগামীতে আমরা মালিক শ্রমিকরা মিলেমিশে কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাবো, সেই সাথে এই পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে যাব।
শ্রমিক নেতা আব্দুল্লাহ বলেন, আসলে আমাদের দাবিগুলা ভূলছিল। না বুঝে এমনটা হয়েছে আগামীতে এমন ভূল আর হবেনা। আমরা শ্রমিকরা আইনের উর্ধে গিয়েও অনেক কিছু পেয়ে আসছিলাম তাই আমারা সকলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আমাদের ভুলের কারনে অনেক ক্ষতি হত, ভবিষ্যৎ এমন না যেনে না বুজে আর ভুল করব না।
এসময় উপস্থিত ছিলেন, বিকেএমইএ সভাপতি মোঃ হাতেম, সহ- সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, রাসেল গার্মেন্টস এর ব্যবস্থাপক আকাশ উদ্দিন মোল্লাহ, ইন্ডাস্ট্রিয়াল অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নাছির হোসেন, রাসেল গার্মেন্টস এর এজিএম, বিকাশ সাহা সহ গার্মেন্টসের কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দ।