1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
প্রাণ বাঁচাতে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিলো ট্রলার যাত্রীরা ৯ মাস পর সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা সিদ্ধিরগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট বাজারজাত, ৫ লাখ জরিমানা সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী অসুস্থ মদনপুরে অবৈধ তিন শত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শ্রমিকদের নিয়ে মিষ্টি মুখ করলেন বিকেএমইএ সভাপতি মোঃ হাতেম নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বহিষ্কৃত রিয়াদ চৌধুরীর হুমকি দেওয়ার সেই অডিও ক্লিপের সত্যতা পেয়েছে : বারী ভূইয়া রাজিব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার অনুষ্ঠানের জন্য কার্ড ছাপিয়ে ব্যাপকভাবে চাঁদাবাজি করছে এরা কারা: গিয়াসউদ্দিন

সিদ্ধিরগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট বাজারজাত, ৫ লাখ জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৬ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট বাজারজাত করার অভিযোগে রয়‍্যাল টোবাকো কোম্পানীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে কোম্পানীর পরিচালক কে ১৪ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। এ সময় ১৪ হাজার প্যাকেট অবৈধ সিগারেট সহ প্রায় ২১ লাখ রি-ইউজড স্ট্যাম্প জব্দ করা হয়।
সোমবার (১৯ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর গোদনাইল বাজারে এই কোম্পানীতে যৌথভাবে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও র‌্যাব-১১।
জরিমানাকৃত রয়‍্যাল টোবাকো কোম্পানীটি সিদ্ধিরগঞ্জের ২নম্বর গোদনাইল বাজারে অবস্থিত। দন্ডপ্রাপ্ত আসামি মো. সাইফুল ইসলাম (৪০) ওই প্রতিষ্ঠানের পরিচালক ও সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মৃত ইসমাইল মিয়ার ছেলে।
বিকেলে র‌্যাব ১১ এর সিনিয়র এএসপি ও অপারেশন অফিসার গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে সিদ্ধিরগঞ্জের রয়‍্যাল টোবাকো কোম্পানীতে অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট। এ সময় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এবং এই কাজে যুক্ত থাকার অভিযোগে কোম্পানীর পরিচালক মো. সাইফুল ইসলামকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় প্রায় ১৪ হাজার প্যাকেট অবৈধ সিগারেট এবং প্রায় ২১ লাখ রি-ইউজড স্ট্যাম্প জব্দ করা হয়। এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি ও অপারেশন অফিসার গোলাম মোর্শেদ এবং জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম সহ প্রমুখ।
 
জানা গেছে, ২০২১ সাল থেকে চালুকৃত এই প্রতিষ্ঠানটি দৈনিক প্রায় ৬ লক্ষ টাকা করে মাসিক প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। ৫০ শতাংশ অর্জিনাল স্ট্যাম্প এবং বাকি ৫০ শতাংশ রিইউজড স্ট্যাম্প দিয়ে তারা সিগারেট বিক্রি করে আসছিল। এর আগে ২০২৩ সালে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয় এবং একই অভিযোগে সিলগালা করা হয়। সিলগালার ৭ দিন পর পুনরায় চালু করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL