নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর আহ্বানে নিতাইগঞ্জে যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন ব্যবসায়ী, ট্রাক মালিক ও জেলা ট্রাক, ট্যাংকলড়ী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নসহ ১০টি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২১ মে) সন্ধ্যায় সাতটায় অটো ফ্লাওয়ার মিলস্ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ কার্যালয়ের সম্মেলন কক্ষে ১০ সংগঠনের ঐক্যমতে এ আলচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুরুতেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মানবিক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি ও যানজট নিরসন কার্যক্রমের প্রশংসা করেন।
নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী সমিতি সভাপতি শংকর সাহা বলেন, মে ৭ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরী সভা হয়। শহরের যানজট নিরসনের বিষয়ে কথা হয়। সেই সভায় নিতাইগঞ্জকে নিয়ে আলোচনায় আসে। মানবিক ডিসি’র আহ্বানে আজ বিভিন্ন ব্যবসায়ী ও ট্রাক মালিক সহ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন নিয়ে আমরা ১০ টি সংগঠন ঐক্যবদ্ধ হয়েছি। এসভায় নিতাইগঞ্জ সম্মিলিত ব্যবসায়ী সমতির পক্ষ থেকে জরুরী সভায় ব্যবসায়ী, ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়নসহ ১০ সংগঠনকে নিয়ে সম্মিলিত ভাবে এ নিতাইগঞ্জকে যানজট মুক্ত, আইন শৃঙ্খলাসহ সকলকে নিরাপত্তা বজায় রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জে যানজট নিরসনের জন্য জেলা প্রশাসক ও প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তা আমরা স্বাগত জানাই। আমরা যেহেতু এই শহরের বাসিন্দা তাই নারায়ণগঞ্জবাসী যানজট মুক্ত থাকুক। তার আহ্বানে ১০ সংগঠন ও পরিবহন নেতৃবৃন্দরা আলচনায় বসেছি। বর্তমানে নিতাইগঞ্জে ব্যবসা খুবই নাজুক। ব্যবসায়ীরা সুন্দর শৃঙ্খলা ও নিরাপদে ব্যবসা করতে পারে সে বিষয় ব্যক্ত করি এবং লোড আনলোড নিয়ে নানান কথা হয় আসলে আমাদের ট্রাক রাখার জায়গা নেই।
সদস্য সচিব তাজুল ইসলাম শামীম বলেন, আইন শৃঙ্খলা সভায় যানজট নিয়ে কথা হয়েছে। সেখানে নিতাইগঞ্জে ট্রাকের উপর বেশি দোষারপ দেওয়া হয়েছে। আমা সরজমিনে দেখি সড়কে ট্রাক চলে একটা ব্যাটারিচালিত অটো সহ হাজার হাজার গাড়ি চলে। সেই জন্যই যানজট লেগে থাকে। তারপরও আমরা ১০টি সমিতি মিলে দশ জন ভলেন্টিয়ার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এখানে আর কেনো যানজট হবে না। এছাড়া ডিসি মহোদয় বলেছে আনসার নিয়োগ করতে আমরা তাও করব। মন্ডল পাড়া হইতে নিতাইগঞ্জ যাতে কোন যানজট হয় না। নিতাইগঞ্জের মোড়ে সড়কের খানাখন্দে গাড়ি উল্টিয়ে পরে। তা ছাড়া অটো স্ট্যান্ডের কারনে নিতাইগঞ্জে এ জটলার সৃষ্টি হয়।
অটো ফ্লাওয়ার মিলস্ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আলহাজ্ব এস কে ওয়াজেদ আলী বাবুল সভাপতির বক্তব্যে বলেন, আজ এখানে ১০ টা সমিতি বিভিন্ন ট্রেডে ব্যবসা করে তারা। আজকের মূল আলোচনা ছিল যানজট। আমরা ১ মাসের জন্য কমিউনিটি নিয়োগ দিয়েছি। প্রয়োজনে সড়কের শৃঙ্খলা ফেরাতে আরোও বেশি সময় বাড়াতে পারি যাতে যানজট মুক্ত ব্যবসা করতে পারি এবং নগরবাসি স্বস্তিতে চলাফেরা করতে পারে।
অটো ফ্লাওয়ার মিলস্ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আলহাজ্ব এস কে ওয়াজেদ আলী বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গম ব্যবসায়ী সমিতি সেক্রেটারী মো. ইব্রাহিম, আটা ময়দা মালিক সমিতি সহ সাধারণ সম্পাদক ইকবাল আলী, চাউল ব্যবসাী ও আড়ৎদার মালিক সমিতি সভাপতি নূর উদ্দিন আহম্মেদ, সেক্রটারী শফিকুল ইসলাম, নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী সমিতি সভাপতি শংকর সাহা, লবন মালিক সমিতি সভাপতি পরিতোষ কান্তি সাহা, ডাল ব্যবসায়ী সমিতি সভাপতি শরফুদ্দিন আহম্মেদ, ভূষি ব্যবসায়ী সাধারণ সম্পাদক ইকবাল, জেলা ট্রাক মালিক সমিতি সভাপতি হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজন মাহমুদ, সদস্য সচিব তাজুল ইসলাম শামীম, ব্যবসায়ী নেতা তমিজ উদ্দিন , রায়হান উদ্দিন, তুহিন, আল আমিন প্রমুখ।