জুলাই বিপ্লব হত্যা মামলার আসামী আজমেরী ওসমানের দোসর, আওয়ামীলীগ ও যুবলীগ কর্তৃক পশুর হাট বসানোকে কেন্দ্র করে রক্ত ক্ষয়ী সংঘর্ষের মত ঘটনা ঘটার আশঙ্কা করছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাধীন ৯ নং ওয়ার্ড জালকুড়ি উত্তর পাড়া রাজ্জাক মিয়ার খালি জায়গা হাটকে কেন্দ্র করে ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বৈষম্যবিরোধী ছাত্র- জনতা হত্যা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরেভেরাচ্ছেন। এবং কথিত কিছু বিএনপির নেতাদের ছায়াতলে থেকে বিগত ১৬ বছরের প্রভাব এখনও বহাল রেখে চলছে।
সূত্রে আরোও জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র- জনতা হত্যা মামলার আসামীরা হলেন, শাওন প্রধান, আমজাদ হোসেন, আব্দুল জব্বার,মোশারফ, মোক্তার, সন্ত্রাসী কাইয়ম গং এরা প্রকাশ্যে ঘুরে ভেড়ালেও প্রশাসন কোন প্রকার গ্রেফতার করছেন না জেলা প্রশাসন। এক সময় আজমেরী ওসমান, অয়ন ওসমান, শামীম ওসমান ও শাহা নিজামের প্রভাব খাটিয়ে অত্র এলাকায় এমন কোন অপকর্ম নেই যে তাদের দ্বারায় না করেছে। ২০২৪ সালে স্বৈরশাসক বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র- জনতার উপর ঝাপিয়ে পরে তারা। এবং শামীম ওসমান নির্দেশে আজমেরী ওসমান ও অয়ন ওসমানের নেতৃত্বে কাচপুর, জালকুড়ি, ভূঁইগর ও সাইনবোর্ড সহ মাওতাইল হাসপাতাল এলাকায় নির্বিচারে গুলিবর্ষণ চালায়।
প্রশাসনেরর নাকের ডগায় এবং উল্লেখিত হত্যা মামলার আসামীরা ডিসি অফিসেও মিটিং করে কি করে। স্বৈরশাসকে সময় ড্যামপিংএর জায়গা নিয়ে ১৭ কোটি টাকা দুর্নীতির অপরাধে চাকরিচ্যুত হন শাওন।
তাই মানবিক জেলা প্রশাসক ও প্রশাসন সহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর সিও ৯ নং ওয়ার্ড জালকুড়ি উত্তর পাড়া রাজ্জাক মিয়ার খালি জায়গা হাট বন্ধ ও ঐ সমস্ত অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবী জানায় স্থানীয় এলাকাবাসি।