আপন চাচাতো ভাইয়ের সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে ফতুল্লার আলোচিত-সমালোচিত আক্তার-সুমনের বিরুদ্ধে। সম্পদ ফিরে পেতে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে এমন অভিযোগ করেছেন আলাউদ্দিন হাজীর ছোট ভাই আউয়াল হাজির ছেলে আলামিনের পরিবার। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আলামিন জানায়, আমার তিন চাচাতো। দাদার সম্পদ সমান ভাগ পাওয়ার কথা থাকলেও আমাকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। আমার বাবার এতো সম্পদ থাকার পরও আমি মানবেতন জীবন যাপন করছি। সংবাদ সম্মেলনে আলামিনের মেয়ে নুসরাত জাহান তিন্নি অভিযোগ করেন, আমার দাদার সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আক্তার,সুমনরা নিজেকে শামীম ওসমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে আমাদের ভয়-ভীতি দেখিয়ে দমিয়ে রাখতেন। তাঁদের কাছে আমরা জিম্মী হয়ে ছিলাম। তারা এতো সম্পদের মালিক, দেশে-বিদেশে অনেক সম্পদ কিন্তু, দামি গাড়ি হাকিয়ে চলেন অথচ আমরা ঠিক মতো খাবার পাচ্ছি না। তাঁরা আমাদের সম্পদ দখলে নিয়ে ভোগ করছে। তিন্নির অভিযোগ, আমার বাবা আলামিনকে শারীরিক ও মানষিক র্টচার করে মানষিক রোগী বানিয়ে ফেলছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা সম্পত্তির ন্যায্য ভাগ চাচ্ছি।
উল্লেখ্য, ফতুল্লার আলোচিত গডফাদার আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার, সুমন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। আওয়ামীলীগের গডফাদার শামীম ওসমানের সঙ্গে সখ্যতা রেখে এলাকায় জমিদ দখল, সন্ত্রাসনী বাহিনী লালনসহ নানা অপরাধে জড়িত রয়েছে। সম্প্রতি সময়ে আক্তার,সুমনের নিদের্শে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইকে বাড়ী থেকে ডেকে এনে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় যে ক’জন আসামী গ্রেফতার হয়েছে, তাঁদের প্রত্যেকে ১৬৪ ধারা আদালেৈত স্বীকারোক্তি মূলক জবান বন্দি দিয়েছে।