বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে’র অফিস বেয়ারার কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলহাজ্ব এম সোলায়মান’কে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ১ ও সহ সভাপতি পদে ৩ জনকে ঘোষণা করেন নির্বাচন বোর্ড।
সোমবার (২৬ মে) দুপুরে নারায়ণগঞ্জ টানবাজার এলাকাস্থ বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের দুইদিন পর বানিজ্যবিধি ও সংঘবিধি মোতাবেক ১ জন সভাপতি, ১ জন সিনিয়র সহ-সভাপতি ও ৩ জন সহ-সভাপতি নির্বাচিত করার বাধ্যবাধকতা রয়েছে। এমতাবস্থায় নির্ধারিত সময়ে মধ্যে সভাপতি পদের জন্য ১ জন সিনিয়র সহ-সভাপতি পদের জন্য ২ জন এবং সহ-সভাপতি পদের জন্য ৫ জন নবনির্বাচিত ইসি সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সভাপতি পদে আলহাজ্ব এম সোলায়মান ছাড়া অন্য কোন প্রার্থী না থাকায় বানিজ্য বিধিমালা ১৯৯৪ অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ সিরাজুল হক হাওলাদার সিরাজ অপর প্রার্থী মোস্তফা এমরানুল হকের চেয়ে বেশী ভোট পেয়ে নির্বাচিত হন।
৩টি সহ-সভাপতি পদের জন্য ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন, তাদের মধ্যে মোঃ মাহফুজুর রহমান খান (মাহফুজ), মোঃ মজিবুর রহমান এবং সঞ্জিত রায় নির্বাচিত হন।
বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে’র নবনির্বাচিত কার্যকরী পরিষদ ২০২৫-২০২৭ সদস্যগণ হলেন – সভাপতি আলহাজ্ব এম সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল হক হাওলাদার সিরাজ,৩ জন সহ-সভাপতি হচ্ছেন যথাক্রমে- মোঃ মাহফুজুর রহমান খান (মাহফুজ), মোঃ মজিবুর রহমান এবং সঞ্জিত রায়।
ইসি সদস্যবৃন্দ- মোস্তফা এমরানুল হক, আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, মোঃ আকবর হোসেন, মোঃ আকরাম, শ্রী গৌতম সাহা, মোঃ তাইজু উদ্দিন আহমেদ, মোঃ জোবায়ের আলম ঝলক, মোঃ সাইদুর রহমান, আব্দুল্লাহ আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম জোসেফ, মোঃ মাহমুদুল হোসেন লিংকন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ ফয়সাল আহাম্মদ দোলন, মোহাম্মদ মুসা, মোহাম্মাদ জাহিদ হাসান ও জীবন সাহা।
নির্বাচন বোর্ডের দায়িত্বে আছেন- প্রবীর কুমার সাহা- চেয়ারম্যান, ব্যারিস্টার মেহেদী হাসান – সদস্য ও জনাব হাবিব ইব্রাহিম – সদস্য। এতে আপিল বোর্ডের দায়িত্ব পালন করেন- আলহাজ্ব মুহাম্মদ আইউব- চেয়ারম্যান, আলহাজ্ব নিছার উদ্দিন কামাল- সদস্য ও মোঃ মকবুল হোসেন- সদস্য।