বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। এ সময় হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে।
সোমবার (২৬ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে তার মাজার জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক দিদার খন্দকার সহ প্রমুখ।
দলীয় সূত্রে জানা গেছে, সকালে নারায়ণগঞ্জ শহর থেকে চার শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। এ সময় হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে সেখানে পৌঁছলে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে মাজার জিয়ারত করে ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশাল গাড়ি বহরে থাকা নেতাকর্মীতে মাজার প্রাঙ্গন লোকে লোকারণ্য হয়ে যায়।