নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যার মামলায় ছেলে মো. ইয়াসিন (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) রূপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, আড়াইহাজার থানায় গ্রেফতারকৃত মো. ইয়াসিন (২২) এর মা বাদী হয়ে স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়াইহাজার থানা পুলিশ রূপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করেন।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামি ইয়াসিন এর বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামে মো. মাহবুব (৪২) কে তার ছেলে মো. ইয়াসিন (২২ ) হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।