নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০১৪ সালের রুবেল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেল (২৪) অবশেষে র্যাব-১১-এর যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে।
র্যাব-১১ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (১০ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটে আড়াইহাজার থানার বাগবাড়ী এলাকার শাহাদাত মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ এবং সিপিএসসি, নরসিংদীর যৌথ আভিযানিক দল অংশ নেয়।
২০১৪ সালের ১ অক্টোবর সকাল ১০টার দিকে আড়াইহাজার উপজেলার মনোহরদী ঋষেরচর গ্রামে ঘটে এই হত্যাকাণ্ড। জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির সামনে প্রকাশ্যে লাঠি-রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয় মো. রুবেল (২৫) নামের এক যুবককে।
রুবেলের স্ত্রী পরদিন আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ০২/১৪, ধারা: ৩০২/৩৪)। মামলার অভিযোগে বলা হয়, রুবেল প্রতিবাদ করায় কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। হামলায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর আদালত রুবেল হত্যা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
র্যাব-১১ জানায়, আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেলকে গ্রেফতার করে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।