ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (SBU) জানিয়েছে, তারা চীনের দুই নাগরিক — এক পিতা ও তার পুত্র — কে কিয়েভে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করেছে।
অভিযোগ অনুযায়ী, তারা ইউক্রেনের উন্নতমানের RK-360MC নেপচুন ক্ষেপণাস্ত্র সম্পর্কিত গোপন নথি চীনা গোয়েন্দা সংস্থায় পাচারের চেষ্টা করছিলেন।
২৪ বছর বয়সী চীনা ছাত্রকে প্রথমে কিয়েভে আটক করা হয়, যাকে ইউক্রেনের প্রযুক্তিগত তথ্য প্রদান করা হয়েছিল। পরবর্তীতে তার পিতা ইউক্রেনে এসে নথি পাচারের কাজ “ব্যক্তিগতভাবে তদারকি” করছিলেন বলে দাবি SBU-এর।
এক ইউক্রেনীয় কর্মকর্তা রয়টার্সকে জানান, ২০২২ সালে রাশিয়ার পূর্ণ মাত্রায় আক্রমণের পর এই প্রথমবার কোনো চীনা নাগরিক ইউক্রেনে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক হলেন।