সারা দেশে অরাজক পরিস্থিতির মধ্যে কারাগার থেকে পালানো ৫১৮ কয়েদির একজন দীর্ঘ এক বছর পর নারায়ণগঞ্জেরর ফতুল্লা থেকে গ্রেফতার হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশে সৃষ্ট অরাজকতার সুযোগে দেশের বিভিন্ন জেলা কারাগার থেকে পালিয়ে যায় বহু কয়েদি। শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫১৮ জন কয়েদির মধ্যে মোঃ আরিফুল ইসলাম (৩৬) নামের একজন আসামিকে দীর্ঘ এক বছর পর নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আসামি আরিফুল ইসলাম শেরপুর জেলার নকলা থানার মামলা নম্বর-৩, ০৪/০৭/২০২২, জিআর নং-১১৬/২২ অনুযায়ী চার্জশিটভুক্ত ও কারাবন্দি আসামি ছিলেন।
তিনি ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৪টার দিকে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে ফতুল্লা থানা পুলিশ বৃহস্পতিবার ১০ জুলাই অভিযান পরিচালনা করে তাকে ফতুল্লার তক্কার মাঠ এলাকা থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি নারায়ণগঞ্জ সদর উপজেলার শিয়াচর (পূর্ব শিয়াচর লাল খাঁ), হোল্ডিং নং-৭৯, রোড নং-০৩, ওয়ার্ড নং-০৯, লামাপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। তার পিতার নাম আলী হোসেন বেপারি।
পুলিশ জানিয়েছে, শেরপুরসহ অন্যান্য জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদিদের খুঁজে বের করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এই প্রেক্ষাপটে আসামি আরিফুল ইসলামের গ্রেফতার একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।