দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ (রোববার) থেকেই সারাদেশে একযোগে চিরুনি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে যাচ্ছি। দেশের কোথাও কোনো অপরাধী, সন্ত্রাসী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়—এটা সবাইকে মনে রাখতে হবে।”
সম্প্রতি আলোচিত মিটফোর্ড হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “এ ঘটনায় দ্রুত তদন্তের মাধ্যমে ইতোমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আরও ৬ জনকে শনাক্ত করা হয়েছে। যারাই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাগুলো পাঠানো হচ্ছে। খুলনার সাম্প্রতিক আরেকটি হত্যাকাণ্ডে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধী রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব-সম্পর্ক যাই থাক, কাউকে রেহাই দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
জননিরাপত্তা বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশে শান্তিশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। অপরাধীকে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না।”
আগামী জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, “নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে, সরকার তার দায়িত্ব যথাসময়ে পালন করবে।”
এদিকে, দেশের বিভিন্ন এলাকায় এই চিরুনি অভিযানের অংশ হিসেবে শনিবার রাত থেকেই বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ ও র্যাব। অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।