নারায়ণগঞ্জে প্রথমবারের মতো নির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের হাজীগঞ্জ এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে, এখানে কোনো ধরনের গাফিলতি বা শিথিলতা নেই। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই বিচার সম্পন্ন হবে।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশাপাশি অন্যান্য আদালতেও এসব মামলার বিচার চলছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার তাঁকে জানিয়েছেন, ৫ আগস্টের আগেই চার্জশিট দেওয়া হবে। প্রয়োজনে দ্রুত বিচার আইনের আওতায় বিচার করা হবে।
আসিফ নজরুল আরও বলেন, গত দেড় দশকে বাংলাদেশে যেভাবে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিছু অপশক্তি, জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের পরাজিত করেছে। তিনি আশাবাদ জানিয়ে বলেন, একইভাবে ঐক্যবদ্ধ থাকলে জনগণ দেশ থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও লুটেরা চক্রকেও প্রতিহত করবে। প্রশাসন এসব বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান তিনি।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু অপরাধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আরও সতর্ক ও সচেষ্ট থাকতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, গৃহায়ন সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠান শেষে উপদেষ্টারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।