নারায়ণগঞ্জ হাকিম প্লাজার ব্যবসায়ী, খান ফেব্রিক্সের স্বত্বাধিকারী ইসমাইল খান (রিপন)-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বাদ আসর দেওভোগ হাকিম প্লাজা মার্কেটে এই দোয়া মাহফিলের আয়োজন করে দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতি।
**ইসমাইল খান (রিপন)**সহ প্রয়াত সকল ব্যবসায়ীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি কামাল হোসেন।
এসময় দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতিসহ সমিতির সভাপতি কবির খান এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদ-এর পক্ষ থেকে ইসমাইল খান (রিপন)-এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে ১১ জুলাই শুক্রবার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল খান (রিপন) মৃত্যুবরণ করেন।
দোয়া পূর্বে সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেন, “রিপন আমাদের খুব কাছের একজন মানুষ ছিল। সে খেলাধুলায় আগ্রহী ও সদা হাস্যোজ্জ্বল ছিলেন। তরুণ ব্যবসায়ীর এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সভাপতি কবির খান সাহেব দোয়ার আয়োজনের নির্দেশ দেন। পাশাপাশি আমাদের পূর্ববর্তী প্রয়াত ব্যবসায়ীদের জন্যও দোয়া করা হয়।”
এ সময় আরও উপস্থিত ছিলেন:
সভাপতি কবির খান
সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সুজন মাহমুদ
সহ-সভাপতি হাজী মজিবর রহমান
সহ-সাধারণ সম্পাদক মো. রমজান মাদবর, ফারুক খান
যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম
কোষাধ্যক্ষ রাজিব
ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল
প্রচার সম্পাদক বাইজিদ
সদস্য মাসুদ
ব্যবসায়ী মনির হোসেন মনির, মজিবর
মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো. কাঞ্চন
জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক
জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাজিব মন্ডল
লিমন ভূঁইয়া
নারায়ণগঞ্জ সদর থানা জাসাসের যুগ্ম সম্পাদক ও শেরেবাংলা মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আবু সালেহ আহমেদ সনেট
সানু, কাইউম, কামালসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।